Advertisement
Advertisement

Breaking News

Rachna Banerjee

লকেট-রচনাকে নিয়ে মিমের বন্যা, নেটপাড়ার ঠাট্টা নিয়ে কী বললেন দুই তারকা প্রার্থী?

লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে দুই নায়িকার জোর টক্কর।

Rachna Banerjee and Locket Chatterjee on viral mims

ফাইল চিত্র।

Published by: Akash Misra
  • Posted:March 12, 2024 11:12 am
  • Updated:March 12, 2024 11:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে দুই নায়িকার টক্কর। লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট যদিও রাজনীতির মাঠে পুরনো, রচনা কিন্তু সদ্য পা দিয়েছেন। তবে রাজনীতিতে নতুন হলেও, বিনোদুনিয়াতে লকেট তেমন কিছু করতে না পারলেও, সিনেমা-রিয়্যালিটি শো মিলিয়ে রচনা কিন্তু দিদি ‘নাম্বার ১’। জনপ্রিয়তার নিরিখে লকেটকে হেসে খেলে একশো গোল দিতে পারেন রচনা। তবে হুগলি কেন্দ্রকে হাতের মুঠোয় রাখতে রচনা-লকেট এই মুহূর্তে অ্যাকশন প্ল্যান নিয়ে মত্ত থাকলেও, জনতা কিন্তু অন্য ঠাট্টা নিয়েই ব্যস্ত। এই দুই নায়িকার সিনেমার ক্লিপ ব্যবহার করে মিম কিন্তু ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সুপারহিট। একের পর এক ক্লিপ ভাইরাল। কোনটায় ক্যামেরার সামনে ছবি তোলার জন্য হইচই করছেন রচনা ও লকেট। কোনওটায় আবার রচনাকে নিজের গাড়িতে ওঠার অনুরোধ লকেটের। এসব সিনেমার ক্লিপের সঙ্গে নেটিজেনরা মিলিয়ে ফেলছেন, বিজেপি-তৃণমূলের ভোটযুদ্ধকে।

Advertisement

মূলত, ‘ত্যাগ’ ছবির যে ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে রচনা ও লকেটের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা গিয়েছে, লকেট মন দিয়ে সবে একটা ছবি তুলতে যাচ্ছেন আর তখনই মাঝে ঢুকে পড়েন রচনা। আর বলেন ‘এবার আরেকটা ছবি তুলুন।’ এই দৃশ্যের সঙ্গে রাজ্য রাজনীতির বর্তমান অবস্থার মিল পেয়েছেন নেটিজেনরা।

[আরও পড়ুন: অস্কার পেল ‘মেসি’! বো-টাই পরে প্রচারের আলো কেড়ে নিল ‘সুপারস্টার’ সারমেয়]

আরেকটি ক্লিপে দেখা যাচ্ছে একটি গানের দৃশ্যে লকেট, রচনা এবং প্রসেনজিৎ গান গাইছেন। সেই গানের দৃশ্য অনেকেই শেয়ার করেছেন।

এই মিম নজরে এসেছে লকেট ও রচনা দুজনেরই। সংবাদ প্রতিদিন ডিজিটালকে রচনা জানিয়েছেন, ”ট্রোল ভালো লাগে আমার। বহু বিষয় নিয়ে মজা হচ্ছে। এনজয় করছি।” সঙ্গে রচনা আরও বলেন, ”সমস্ত জায়গায় ভীষণ কুৎসা হয়। কেউ উঠতে চাইলে টেনে নামানোর চেষ্টা হয়। নায়িকাদের মধ্যেও রয়েছে। তাহলে রাজনীতিতেও থাকবে।”

লকেটের কথায়, ”একটা সিরিয়াস লড়াইয়ের মধ্যে মিম একটা মনোরঞ্জনের মতো। ভালোই লাগছে। ”

[আরও পড়ুন: রেকর্ড! অ্যাকাডেমির মঞ্চেও ‘ওপেনহাইমার’ দাপট, জীবনের পয়লা অস্কার হাতে আবেগপ্রবণ নোলান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement