সুমন করাতি, হুগলি: তিনি ভাগ্যে বিশ্বাসী। তিনি মানুষের উপর বিশ্বাস রাখেন। তাই ভোটবাক্স খোলার পর যা হবে সবটাই তিনি মেনে নেবেন। মেনে নেবেন দলনেত্রীও। ভোটগণনার আগের রাতে এমনটাই বলছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলি লোকসভা কেন্দ্রের গতবারের জয়ী সাংসদ লকেট চট্টোপাধ্যয়ের সঙ্গে জোর টক্কর দিয়েছেন তৃণমূল প্রার্থী রচনা। সোমবার বিকেলে ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি এইচআইটি কলেজে গণনা হবে এই লোকসভা কেন্দ্রের ভোট। তৃণমূল প্রার্থী সেই গণনা কেন্দ্র ঘুরে দেখেন। নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কেমন ফলাফল হবে? রচনা উত্তর, ‘প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালোবাসা দিয়েছে। তাঁরা ভোটবাক্সে ভোটটা দিয়েছে কিনা এটা কাল বুঝতে পারব। অনেকে তো বলেছে রচনার পাশে আছি। কিন্তু দশ হাজার মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার মধ্যে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, সেটা কী করে বুঝব?” সঙ্গে তাঁর সংযোজন, “সবার উপর মানুষ সত্য। আমি ভাগ্যে বিশ্বাসী।”
রচনা জানান ভোটের পর ছুটি পাননি। অনেকেই বেড়াতে গিয়েছেন। কিন্তু তিনি যেতে পারেননি। হাসতে হাসতে তিনি জানান, তাঁর বেড়ানোর জায়গা ছিল রাজারহাটে শুটিং ফ্লোর। ভোটগণনা একেবারে নতুন অভিজ্ঞতা তাঁর। তা নিয়ে ‘দিদি নম্বর ওয়ান’বলছেন, “ভোট গণনার আগে নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। আজ অনেকটা রিল্যাক্স লাগছে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে।”
অধিকাংশ এক্সিট পোল বলছে, লকেট চট্টেপাধ্যায়ের বিরুদ্ধে পরাজিত হবেন রচনা। এ নিয়ে তাঁর মত, “এক্সিট পোলের উপর বিচার করে কিছু বলব না। এক্সিট পোল অনেক কিছুই বলছে। হুগলি নিয়েও বলেছে। যা হবে সেটা মেনে নেব দিদিও মেনে নেবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.