Advertisement
Advertisement
কোচবিহার

ভোটগ্রহণের শুরুতেই বিকল একাধিক ইভিএম, কারচুপির অভিযোগে সরব রবীন্দ্রনাথ ঘোষ

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন রাজ্যের মন্ত্রী৷

Rabindranath Ghosh slams Election Commission on EVM tampering
Published by: Tanujit Das
  • Posted:April 11, 2019 9:41 am
  • Updated:April 23, 2019 6:01 pm  

বিক্রম রায়, কোচবিহার: লোকসভা নির্বাচনের প্রথমপর্বের ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কোচবিহারের একাধিক বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার অভিযোগ আসতে শুরু করেছে৷ আর তাতেই চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘বাংলার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে নির্বাচন কমিশন৷ এমন নির্বাচন আমি জীবনে দেখিনি৷ এভাবেই ইভিএমে কারচুপি হতে পারে বলে আমি আশঙ্কা করছি৷ মধ্যপ্রদেশেও এমন দেখা গিয়েছে৷’’

[ আরও পড়ুন: আঠেরো রাজ্যের ৯১ আসনে শুরু ভোটগ্রহণ, লড়াইয়ে একাধিক হেভিওয়েট  ]

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকেই নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির একাধিক বুথে যান রবীন্দ্রনাথ ঘোষ৷ এবং একের পর এক ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর আসতে থাকায়, মেজাজ হারান তিনি৷ কোচবিহারের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা অভিযোগ করেন, ‘‘এবার দেখা যাচ্ছে এত মেশিন খারাপ আমরা তাতে চক্রান্তের গন্ধ পাচ্ছি৷ এত মেশিন তো কোনওদিন খারাপ হয় না৷ মেশিন চেঞ্জ করে নতুন মেশিন নিয়ে আস হচ্ছে, সেটা কী মেশিন দিচ্ছে? সেটাও বোঝা যাচ্ছে না৷’’ জানা গিয়েছে, ইভিএম বিকল হয়ে যাওয়ার বিষয়ে ইতিমধ্যে কোচবিহারের জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ ঘোষ৷ যদিও তাঁর দাবি, প্রশাসনের তরফে তেমন কোনও সদর্থক উত্তর মেলেনি৷ ফলে সরাসরি ইভিএমে কারচুপির বিষয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি৷

[ আরও পড়ুন: লোকসভা ভোট Live: বিক্ষিপ্ত অশান্তির আবহে শুরু ভোটগ্রহণ, প্রতীক বিতর্কে তৃণমূল প্রার্থী ]

অন্যদিনে, এদিন সকালে নিজের বুথে ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায়ও জড়ান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, কোচবিহার সীমান্ত থেকে এসে বুথের ভিতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিএসএফ৷ তিনি প্রশ্ন করেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, বুথের ভিতরে তাঁরা কী করছেন? এমনকি কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের প্রতিও ক্ষোভ উগরে দেন তিনি৷ জানতে চান, ‘‘বিবেক দুবে কে? তিনি কোথায়?’’ এছাড়া পিলাখানায় বুথের বাইরে দলীয় কর্মীদের ধমক দিতেও দেখা যায় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে৷ সেখানকার ক্যাম্প অফিসে কোনও তৃণমূল কর্মী না থাকায়, তাঁদের উপরে ক্ষোভ উগরে দেন কোচবিহারের তৃণমূল সভাপতি৷

 

ছবি ও ভিডিও: দেবাশিস বিশ্বাস

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement