অভয়ার বাড়িতে চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে তিন প্রতিনিধি। নিজস্ব চিত্র
রমেন দাস: চাকরি ফেরত চেয়ে ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এসএসসির চাকরিহারারা। আগামী সোমবারের সেই মিছিলে পা মেলাবেন ‘অভয়া’র বাবা-মা। চাকরিচ্যুতদের অনুরোধে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত আর জি করের নির্যাতিতার পরিবারের।
আজ, সোমবার বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে তিন প্রতিনিধি দুপুর দেড়টা নাগাদ অভয়ার বাড়িতে যান। তাঁর বাবা-মার সঙ্গে দেখা করেন। আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে পাশে থাকার জন্য তাঁদের অনুরোধ করেন। ওইদিন ধর্মতলা থেকে রানি রাসমণি রোড হয়ে একটি মিছিল নবান্নের দিকে যাবে। অপরটি সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে যাবে।
অভয়ার বাবা-মার সঙ্গে সাক্ষাতের পর ঐক্যমঞ্চের আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন, “আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছি আমরা। সেই অভিযানে অংশ নিতে অভয়াদির বাবা-মাকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম। সবাই একজোট হয়ে লড়ার আহ্বান জানিয়েই অভয়ার বাবা-মার কাছে এসেছি। তাঁরা আমাদের মিছিলে থাকবেন বলে জানিয়েছেন।” অভয়ার মা বলেন, “আমার মেয়ে দুর্নীতির শিকার। মেধা থাকা সত্ত্বেও যাঁরা রাস্তায় রয়েছেন, তাঁরাও দুর্নীতির শিকার হয়েছেন। আমার মেয়ে আর ফিরে আসবে না। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় রাস্তায় থাকব। ২১ তারিখে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাই, ন্যায় বিচারের দাবিতে এই লড়াই চলবে।” এই প্রসঙ্গে জানতে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে ‘অভয়া’র বাবার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, “একদিন সকাল ১১টায় আমার মেয়ে হারানোর খবর পেয়েছিলাম। ওঁরাও চাকরি হারানোর খবর পেয়েছিলেন একই সময়ে! প্রথম দিন থেকেই বলছি, আমরা ওঁদের পাশে আছি। ওই দিনের মিছিলে আমরা অবশ্যই যাব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.