গোবিন্দ রায়: মিলল হাই কোর্টের অনুমতি। আর জি কর ইস্যুতে ধর্মতলায় আরও পাঁচদিন অবস্থান বিক্ষোভ চালানোর অনুমতি দিলেন বিচারপতি বিশ্বাস। তবে মানতে হবে বেশ কিছু শর্ত।
আর জি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেতেই ফের ধরনার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১৮ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধরনার অনুমতি চেয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস চিঠি দিয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে। তাতে অনুমতি মেলেনি। সেই কারণে ১৭ তারিখ ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। পরবর্তীতে ধরনার অনুমতি দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। এর পরিপ্রেক্ষিতে ফের রাজ্য ডিভিশন বেঞ্চে যায়। তাতেও বিশেষ লাভ হয়নি। ২৬ ডিসেম্বর পর্যন্ত ধরনার অনুমতি ছিলই। পরবর্তীতে ধরনার সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে কমিশনারের দ্বারস্থ হন আন্দোলনকারী চিকিৎসকরা। অনুমতি না মেলায় ফের যান আদালতে।
বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে চিকিৎসকদের অবস্থানের মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানোর নির্দেশ দিল আদালত। বিচারপতি বিশ্বাস জানিয়েছেন, আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন আন্দোলনকারী চিকিৎসকরা। তবে সেক্ষেত্রে সকাল ১০ টা থেকে রাত নটা পর্যন্ত অবস্থান মঞ্চে থাকতে পারবেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.