Advertisement
Advertisement

মাধ্যমিকের দ্বিতীয় দিনেও ফাঁস প্রশ্ন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

আবারও প্রশ্ন ফাঁসের ঘটনায় কাঠগড়ায় পর্ষদের দায়িত্বশীলতা।

Question leaked on 2nd day of Madhyamik!
Published by: Sucheta Sengupta
  • Posted:February 13, 2019 1:33 pm
  • Updated:February 13, 2019 4:54 pm

দীপঙ্কর মণ্ডল: ডিজিটাল ইন্ডিয়ায় ইন্টারনেট হাতের মুঠোয়। তার সাহায্যে অনেক কিছুই হয়ে যাচ্ছে অতি সহজে। মাধ্যমিকের প্রথম দিন সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা মেনে নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে পরীক্ষা বাতিল করেনি। আর দ্বিতীয় দিন ওই একই সময়ে, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ভাষার প্রশ্নপত্র ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্নপত্রটি ইংরাজির। পর্ষদ তো নয়ই, এবিষয়ে এখনও মুখ খোলেনি কোনও পরীক্ষক বা পরীক্ষার সঙ্গে যুক্ত কেউ।

বুধবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা। বেশিরভাগ পড়ুয়ার দ্বিতীয় ভাষা ইংরাজি। তবে ব্যতিক্রমও আছে। এদিন পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে হু হু করে। অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় প্রশ্নপত্র। যদিও এটাই পরীক্ষার আসল প্রশ্নপত্র কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নপত্র একমাত্র পরীক্ষার্থী ছাড়া কারও কাছেই থাকে না। ফলে পরীক্ষকেরও জানা সম্ভব নয় প্রশ্নপত্রে কী আছে। এর জন্য পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। ইতিমধ্যে পর্ষদ এনিয়ে প্রাথমিক খোঁজখবর নিয়েছে। বিকেল ৩টেয় পরীক্ষা শেষ হতেই বোঝা গেল, ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা।

Advertisement

মৌসমের সংবর্ধনা মঞ্চ ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

মাধ্যমিক শুরুর দিনও একইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর ঠিক আধ ঘণ্টার মধ্যে। বিকেলে পরীক্ষা শেষে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মেনে নিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তা মেনে নিয়েও অবশ্য প্রথম ভাষার পরীক্ষা বাতিল করেনি পর্ষদ। প্রশ্ন ফাঁসের ঘটনায় সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। তবে তারই মধ্যে ফের দ্বিতীয় দিনের প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। গত বছর উত্তরবঙ্গের এক স্কুল থেকে প্রশ্ন ফাঁস এবং তাতে প্রধান শিক্ষক-সহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগে জল গড়িয়েছিল অনেক দূর। অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তিও মিলেছিল। তা থেকে শিক্ষা নিয়ে এবছর পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তা সত্বেও এড়ানো যাচ্ছে না প্রশ্ন ফাঁসের মতো অনৈতিক কাজকর্ম। দ্বিতীয় ভাষার প্রশ্ন ফাঁস নিয়ে পর্ষদের বক্তব্যই এখন জানার অপেক্ষা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement