সুমিত বিশ্বাস, পুরুলিয়া: টানা দু’দিনের যমে-মানুষের লড়াইয়ের পর মারাই গেলেন গুলিবিদ্ধ তৃণমূল কর্মী৷ কালীপুজোর রাতে গুলিবিদ্ধ হন পুরুলিয়ার পুঞ্চার এক তৃণমূল কর্মী৷ পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়৷ দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় নাম পিন্টু সিংয়ের৷ দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় শনিবার পুরুলিয়ায় ধিক্কার কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল৷ গোটা ঘটনায় নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমে কড়া বার্তাও দিয়েছেন সাংসদ তথা পুরুলিয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে শনিবার পুরুলিয়ায় সফরেও যাওয়ার কথাও জানিয়েছেন তৃণমূল সাংসদ৷ কর্মী খুনের প্রতিবাদে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ায় তুঙ্গে প্রশাসনিক তৎপরতা৷ খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কী কারণে খুন, এর পিছনে কোনও রাজনৈতিক যোগাযোগও আছে কি না, তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ৷
জানা গিয়েছে, মঙ্গলবার কালীপুজোর রাতে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী পিন্টু সিং৷ পুরুলিয়ার পুঞ্চার পারুইগ্রামের বাসিন্দা তিনি৷ এলাকায় অত্যন্ত ভাল ছেলে পরিচিত পিন্টু৷ তাঁর কোনও শক্র নেই৷ অন্তত তেমনই দাবি পাড়ুই গ্রামের বাসিন্দাদের৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে কালীপুজোর পর নিজের বাড়িতেই মাংস কাটছিলেন পিন্টু৷ আচমকাই বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী৷ পিন্টুকে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালিয়ে চম্পট দেয় তারা৷ ওই তৃণমূল কর্মীর কোমরে গুলি লাগে৷ ঘটনার পর দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করেছিলেন পরিবারের লোকেরা৷ কিন্তু, তাদের নাগাল পাওয়া যায়নি৷ গুরুতর আহত অবস্থায় পিন্টু সিং-কে প্রথমে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে৷
[শাসকদলের বিধায়ককে ফোনে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য চন্দ্রকোণায়]
কিন্তু, শারীরিক অবস্থায় অবনতি হওয়ার তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়৷ টানা দু’দিন চিকিৎসা চলার পর বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় শাসকদলের ওই কর্মীর৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার পুরুলিয়া যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ধিক্কার মিছিল-সহ একাধিক কর্মসূচির কথা জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.