Advertisement
Advertisement

Breaking News

মাটি নয়, শিক্ষক শিল্পীর হাতযশে তৈরি হল পঞ্চশস্যের লক্ষ্মী

পুজোয় উপাচার দিয়ে প্রতিমা নির্মাণ!

Purulia gears up for Lakshmi Puja

ঠাকুর গড়ছেন শংকর মুখোপাধ্যায়, ছবি: সুনীতা সিং।

Published by: Shammi Ara Huda
  • Posted:October 23, 2018 4:44 pm
  • Updated:October 23, 2018 4:45 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ধান, যব, তিল, সরষে, কলাই। সেইসঙ্গে বেলপাতা, জবাফুল, হলুদ, চাল, কাঠ-কয়লার গুড়ো। এই পঞ্চশস্য ও পঞ্চগুড়ি দিয়ে লক্ষ্মীপ্রতিমা বানিয়ে তাক লাগালেন এক শিক্ষক। যদিও এখনও মূর্তির তৈরির কাজ শেষ হয়নি। কিন্তু ইতিমধ্যেই  অভিনব  এই লক্ষ্মী প্রতিমা  নজর কেড়েছে পাড়া-পড়শিদের। 

পুরুলিয়া শহরের রাঁচি রোড বাই লেনের বাসিন্দা ওই শিক্ষক শংকর মুখোপাধ্যায়। পুরুলিয়া মফ:স্বলের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম স্কুলের শিক্ষক তিনি।  প্রতি বছরই বাড়িতে লক্ষ্মীপুজো। আর নানা থিমের প্রতিমা তৈরি করেন শংকরবাবু।  গতবছর নারকেলের যাবতীয় জিনিস দিয়ে লক্ষ্মী প্রতিমা বানিয়ে পাড়া-পড়শির নজর কেড়েছিলেন। এবছর পঞ্চশস্য দিয়ে ধনদেবীর প্রতিমা গড়েছেন শংকর মুখোপাধ্যায়।  মহালয়ার আগে থেকে প্রতিমা বানাতে শুরু করেন তিনি। তবে একাদশী থেকে রাত জেগে ওই প্রতিমা বানাচ্ছেন। শংকরবাবুর কথায়,  “এই প্রতিমা বানাতে শেষ কয়েকদিন রাত জাগতে হচ্ছে। এবার আমার এই লক্ষ্মী প্রতিমার আক্ষরিক থিম পঞ্চশস্যের প্রাসাদ সিংহাসন।”  তসর সিল্কের শাড়িতে অভিনব এই প্রতিমা  যেন আরও অপরূপা হয়ে উঠেছে।

Advertisement

[খয়রাশোলে তৃণমূলের ব্লক সভাপতি খুনের জের, অপসারিত ওসি]

১১ বছর ধরে লক্ষ্মীপুজো হচ্ছে  শিক্ষক শংকর মুখোপাধ্যায়ের বাড়িতে।  প্রথম বছর বাজার থেকে প্রতিমা কিনে বাড়ির টবে বিসর্জন দিয়ে সেই মাটি ধরে রেখে ফি-বছর নিজেই প্রতিমা তৈরি করছেন তিনি। তবে প্রতিমা গড়তে গঙ্গা মাটিও মেশান। ছেলেবেলা থেকেই নিপুণভাবে হাতের কাজ করে আসছেন শংকরবাবু। প্রথাগত কোনও প্রশিক্ষণ নেই।  তবে ছোটবেলা থেকে মৃৎশিল্পীদের হাতের কাজ দেখে আসছেন তিনি। এভাবেই শিল্পকর্মে তাঁর হাতেখড়ি।

[২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি , সিকিমে মৃত রাজ্যের ৫ পর্যটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement