সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : পুরীর মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার ও প্ররোচনা ছড়িয়ে মঙ্গলবার সকালে গ্রেফতার হলেন সোমনাথ কুনকিয়া নামে এক সেবায়েত৷ ওই সেবায়েত মমতার ধর্মনিরপেক্ষতা ও পরধর্ম সহিষ্ণুতার নীতিকে ব্যঙ্গ করার পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের গো-মাংস ভক্ষণকে সমর্থন করা নিয়েও উগ্র ভাষায় আক্রমণ করেছিলেন৷ বিষয়টি নিয়ে ওই সেবায়েতের বক্তব্য দিয়ে ওড়িশায় একটি টিভি চ্যানেল সম্প্রচারও করে৷ কিন্তু ওড়িশা সরকার গোটা বিষয়টি নিয়ে কড়া মনোভাব নেওয়ার পাশাপাশি প্ররোচনামূলক বক্তব্য রাখা ওই সেবাইতকে গ্রেফতার করেছে৷ একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীকে ‘স্টেট গেস্ট’-এর সম্মান দিয়েছে ওড়িশার নবীন পট্টনায়ক সরকার৷ এদিন দুপুরে ওড়িশা সরকারের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর সফরের নিরাপত্তা ও যাবতীয় ব্যবস্থার কথা জানানো হয়েছে নবান্নকেও৷
[সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি!]
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে ভুবনেশ্বরে পৌঁছে রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে যাবেন৷ রাতেই তাঁর পুরী পৌঁছে যাওয়ার কথা৷ বুধবার বিকেল পাঁচটা নাগাদ পুরীর মন্দিরে পুজো দিতে যাবেন তিনি৷ মন্দির সংস্কারের কারণে কেউই এখন গর্ভগৃহে প্রবেশ করতে পারছে না৷ তাই নাটমন্দিরে দাঁড়িয়ে জগন্নাথদেব দর্শন করবেন মমতা৷ পুরীর মন্দিরের অন্যতম প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি এক সেবাইতের বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন প্ররোচনামূলক বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন৷
[‘বাহুবলী’র চমক ফিকে করতে আসছে হাজার কোটির ‘মহাভারত’]
তিনি এদিন জানিয়েছেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে গোটা জগন্নাথধাম। জগন্নাথের সমস্ত ভক্ত ও সেবায়েতরা বহুদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মমতা পুরীর মন্দিরে আসবেন৷ তাঁর জগন্নাথ দর্শন ও পুজো দেওয়ার সময় আমরা সমস্ত সেবায়েত এবং দৈতাপতিরা সঙ্গে থাকব৷” গোটা বিষয়টির পিছনে বিজেপির ইন্ধন রয়েছে বলেও জগন্নাথ দৈতাপতি ইঙ্গিত দেন৷ দু’দিন আগেই ভুবনেশ্বরে শেষ হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির সভা৷ স্বভাবতই তারপরেই মমতার ভুবনেশ্বর ও পুরী সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
[টিফিন নিয়ে বচসার জেরে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.