প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম: আউশগ্রাম উচ্চবিদ্যালয়ে অভিভাবকরা পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে নতুন করে গর্জে উঠলেন৷ শনিবার সকালে স্কুলে ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির একটি বৈঠক হয়৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ঘটনার বিষয়ে প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হবে৷
সেই সঙ্গে শুক্রবার হামলাকারী পুলিশ ও বহিরাগতদের বিরুদ্ধে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হবে৷ সেই সময়ে অভিভাবকদের একাংশ উত্তেজিত হয়ে স্কুলের কাছে আউশগ্রাম থানায় ভাঙচুর চালায়৷ এমনকী, থানার গেটে খড়ের ছাউনিতে আগুন ধরিয়ে দেয়৷ সেই সঙ্গে আইসিকে অপসারণেরও দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা৷ উল্লেখ্য, শুক্রবার স্কুলের জমিতে থানা নির্মাণ ঘিরে বিতর্কের জেরে পুলিশ পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছিল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.