Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল-উত্তরবঙ্গে অভিষেকের সভা, ঘর ভাঙায় আশঙ্কায় BJP

ডায়মন্ড হারবারে রিভিউ মিটিংও করবেন অভিষেক।

Public Meeting of Abhishek Banerjee will be held in Coach Behar and Keshpur | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 14, 2023 6:46 pm
  • Updated:January 14, 2023 6:46 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে ফের জেলা সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। পরের মাসে জঙ্গলমহল ও উত্তরবঙ্গে সভা করবেন তিনি। সেই সভাতে বড় চমক থাকতে পারে বলে তৃণমূলের অন্দরে খবর। তবে জেলা সফর শুরুর আগে জানুয়ারিতে নিজের সংসদ এলাকায় রিভিউ মিটিং করবেন সাংসদ। ভোটপ্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবেন মেঘালয়েও।

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) যোগ্য সেনাপতি হিসেবে পঞ্চায়েত ভোটের আগে জেলায় সংগঠন মজবুত করতে সফর শুরু করবেন অভিষেক। শুধু জেলা নয়, তাঁর নজরে রয়েছে উত্তর-পূর্বে রাজ্যও। মেঘালয়ের ভোটের আগে যাবেন প্রচারে। তবে তার আগে নিজের সংসদ এলাকায় কতটা কাজ হয়েছে, কী কী সমস্যা রয়েছে তা জানতে রিভিউ মিটিং করবেন তিনি। দিদির সুরক্ষা কবচের মাঝেই জনপ্রতিনিধিদের থেকে রিপোর্ট নেবেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Advertisement

[আরও পড়ুন: দেড় কোটি টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না, ঋণ আদায়ে গ্রাহকের দোকানে ধরনায় ব্যাংক ম্যানেজার]

এদিকে আগামী মাসে ভোট রয়েছে মেঘালয়ে। তার আগে চলতি মাসে ১৮ তারিখ সেখান ভোটপ্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর সফর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, শীঘ্রই ত্রিপুরা সফরে যেতে পারেন তিনি। কারণ সেখানকার কয়েকজন বিজেপি বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে খবর। ফলে ভোটের আগে সেই রাজ্য়ের সংগঠন মজবুতের দিকেও নজর রয়েছে তাঁদের।

তৃণমূল সূত্রে খবর, আগামী মাসের ৪ তারিখ কেশপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজরে জঙ্গলমহল। সূত্রের খবর, এই সভাতে একাধিক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে পারেন। দলবদল করতে পারেন এক গেরুয়া বিধায়কও। আবারর ১১ ফেব্রুয়ারি অভিষেক সভা করতে কোচবিহারের মাথাভাঙা কলেজ মাঠে। চাবাগানের শ্রমিকদের ইউনিট সংগঠন মজবুত করার পাশাপাশি পঞ্চায়েতের আগে দলীয় সংগঠনও খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি সেই সভাতেই বিজেপির উত্তরবঙ্গের একাধিক নেতা দলবদল করতে পারেন বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: ২৪-এ গুরুত্বপূর্ণ হবে আঞ্চলিক দলগুলি, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা: অমর্ত্য সেন]

 সম্প্রতি কামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান দুই বিজেপি বিধায়ক। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। মনে করা হচ্ছে, দলবদলের জন্যই এই সাক্ষৎ-কথাবার্তা। শোনা যাচ্ছে, তৃণমূলে যোগ দিলে কোন দায়িত্ব মিলবে, তা নিয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ বিজেপিতে একটা বড় ধাক্কা যে অনিবার্য, এমনটাই মোটের উপর স্পষ্ট। সূত্রের খবর, সেই দুই বিধায়ক নাকি জঙ্গলমহল ও উত্তরবঙ্গ এলাকার। ফলে অভিষেকের জেলা সফর নিয়ে আতঙ্কে বিজেপি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement