প্রতীকী ছবি।
অর্ণব দাস, বারাকপুর: কর্মরত এক শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল জগদ্দলের জেজেআই জুটমিলে। পরিবারকে সঠিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান মৃতের সহকর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে মিল চত্ত্বর। পরে ভাটপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম মহম্মদ হাকিম। বয়স ৫০। মঙ্গলবার দুপুরে কাজ করা সময় শৌচালয়ে গিয়ে পড়ে যান তিনি। অচৈতন্য অবস্থায় তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক ওই মিলকর্মীকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত মহম্মদ হাকিম মিলের স্প্রিং বিভাগের কর্মী ছিলেন। এদিন দুপুরে ছুটির আগে তিনি অসুস্থ বোধ করছিলেন। মৃতের মেয়ে জানান, ‘অসুস্থতার খবর পেয়ে মিলে এসে মৃত্যুর খবর জানতে পারি। এমনটিতে উচ্চ রক্তচাপ থাকলেও এদিন সকালে বাবা সুস্থই ছিলেন।’
প্রথমে অসুস্থতার কথা জেনে সহকর্মীরা তাঁকে মিলের ডিস্পেনসারিতে নিয়ে যায়। সেখানে মিলকর্মীকে ওষুধও দেওয়া হয়েছিল। তার পর মৃত্যু। কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মিলের সব বিভাগের কর্মীরা কাজ বন্ধ করে ক্ষতিপূরণের বিক্ষোভ শুরু করেন।
গোটা ঘটনা প্রসঙ্গে বারাকপুর দমদম জেলা আইএনটিটিইউসি সভাপতি সোমনাথ শ্যাম বলেন, “আমাদের ইউনিয়নের তরফেই মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আন্দোলন করা হয়েছিল। মিল কর্তৃপক্ষ ১ লক্ষ ৭৫ হাজার টাকা-সহ আনুষাঙ্গিক খরচ দিতে রাজি হয়েছে। একইসঙ্গে মৃতের পরিবারের কেউ যদি মিলে কাজ করতে চান তাহলে তাঁকে চাকরি দেওয়া হবে বলে মিল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.