Advertisement
Advertisement

মদ খেয়ে অস্ত্রোপচার করেন চিকিৎসক? রোগীমৃত্যু ঘিরে ক্ষোভ তারাপীঠে

বড়দিনের সকালে চাঞ্চল্যকর অভিযোগ উঠল বীরভূমের তারাপীঠে।

Protests over patient death due to doctor's negligence in Tarapith

রোগীমৃত্যু ঘিরে বিক্ষোভ।

Published by: Suhrid Das
  • Posted:December 25, 2024 7:06 pm
  • Updated:December 25, 2024 7:06 pm  

নন্দন দত্ত, সিউড়ি: মদ্যপ অবস্থায় চিকিৎসক অস্ত্রোপচার করেছিলেন। তার জেরে ভুল হয়। আর সেই কারণে মৃত্যু হয় রোগিনীর? বড়দিনের সকালে চাঞ্চল্যকর অভিযোগ উঠল বীরভূমের তারাপীঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায় অসুস্থ ছিলেন। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। সেই কারণে, রামপুরহাটের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল।

Advertisement

হাসপাতালের চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়ের অধীনে তিনি ভর্তি হয়েছিলেন। সোমবার সুজাতা দেবীর অস্ত্রোপচার করার কথা ছিল। সেই হিসেবে তাঁকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ, চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার করেন। তার জেরেই সুজাতা সোমবার রাতে মারা যান।

এরপরেই চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা ও ভুল অস্ত্রোপচারের অভিযোগ আনা হয়েছে। এদিন বুধবার তারাপীঠ মন্দির চত্বরে সেবায়েতরা বিক্ষোভ করে প্রতিবাদ জানান। তারাময়বাবুর অভিযোগ, “মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার করেন চিকিৎসক অশোক চট্টোপাধ্যায়। যার ফলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকের অবহেলায় আমার স্ত্রী মারা গিয়েছেন।”

তিনি আরও বলেন, “অভিযুক্ত চিকিৎসক মদ্যপ অবস্থায় চিকিৎসা করছিলেন। রোগীকে সঠিক চিকিৎসা না দেওয়া এবং মদ্যপ অবস্থায় চিকিৎসা চালানোর জন্যই স্ত্রীর মৃত্যু হয়েছে।” দ্রুত ন্যায়বিচারের দাবিও জানানো হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি অস্ত্রোপচার করেননি। তাঁর আরও দাবি, রোগী অপারেশন টেবিলে ওঠার আগেই হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল৷ পরে তিনি মারা যান। যদিও এই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement