বিক্রম রায়, কোচবিহার : আবাস যোজনার তালিকায় নাম নেই। বঞ্চনার অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। গ্রামসভার মিটিং কার্যত হয়ে উঠল রণক্ষেত্র। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষুব্ধরা। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি অঞ্চলে। তুলকালাম পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার প্রাথমিক তালিকা ২০১৮ সালে তৈরি হয়েছিল। সেই তালিকায় ৫,৭০০ জনের নাম ছিল। শনিবার ওই পঞ্চায়েত অফিসে গ্রামসভার বৈঠকে আবাসের চূড়ান্ত একটি তালিকা প্রকাশিত হয়। দেখা যায়, এই চূড়ান্ত তালিকায় মাত্র ৫৬৫ জনের নাম রয়েছে। বাকিরা বাদ পড়েছেন। তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্যদের মধ্যে। বাকিদের নাম কেন তালিকায় নেই? আর কোনও তালিকা কি পরে প্রকাশ হবে? সেই প্রশ্ন উঠতে থাকে। কিন্তু আধিকারিকরা কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। এর পরেই হট্টগোল শুরু হয়ে যায়। পঞ্চায়েত অফিসের মধ্যেই তুমুল বিক্ষোভ, হাতাহাতি হতে থাকে। দেদার চেয়ার, টেবিল ভাঙা হয়।
পরে পঞ্চায়েত অফিসে তালা মেরে দেয় বিক্ষোভকারীরা। আধিকারিকরা ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তালা খুলে আধিকারিকদের ভিতর থেকে উদ্ধার করা হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সন্দীপ দত্ত জানান, অশান্তি হয়েছে। গ্রামসভার কাজ করা যায়নি। যারা যোগ্য, তাঁদেরই নাম এসেছে তালিকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.