নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এলাকা থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়া হচ্ছে বলেই ছড়িয়েছিল গুজব। আর তার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিপোতা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ফাঁড়ি সরিয়ে নেওয়া হলে থানা গড়ে দিতে হবে, এই দাবিতে সরব বিক্ষোভকারীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা অবরোধের জেরে তৈরি হয় ব্যাপক যানজট। দিনের ব্যস্ত সময়ে অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
বাগদা থানার মালিপোতা পঞ্চায়েতের নাটাবেড়িয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। সম্প্রতি বাগদার সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি নতুন থানা তৈরি করে নাটাবেড়িয়া ফাঁড়িটি বন্ধ করছে প্রশাসন, কানাঘুষো এমন খবরই ছড়িয়ে পড়ে। কিন্তু এলাকায় ফাঁড়ি বন্ধের প্রতিবাদে ফুঁসে ওঠেন স্থানীয়রা। পোস্টার-ব্যানার হাতে রাস্তা অবরোধ করেন তাঁরা। স্থানীয় বাসিন্দা রেজাউল মণ্ডল বলেন, “লোকমুখে জানতে পেরেছি একটি নতুন থানা হচ্ছে পাশের পঞ্চায়েত এলাকায়৷ সেটি না করে নাটাবেড়িয়ার পুরনো আউট পোস্টটিকে থানার রূপ দেওয়া হোক, এটাই আমরা চাই। নইলে আন্দোলন চালিয়ে যাব।” তাই বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে নাটাবেড়িয়া বাজারের বনগাঁ বাজিতপুরে ব্যানার হাতে অবরোধ করেন স্থানীয়রা।
পুলিশের তরফে জানানো হয়েছে, সিন্দ্রানি পঞ্চায়েত এলাকায় থানা হচ্ছে ঠিকই। তবে নাটাবেড়িয়া থেকে আউটপোস্টটি সরে যাচ্ছে এমন কোনও সরকারি নির্দেশিকা হাতে আসেনি পুলিশের। মালিপোতা পঞ্চায়েতের প্রধান আসমাতারা মণ্ডল বলেন, “নতুন থানা তৈরির বিষয়ে আমার কিছুই জানা নেই।” পুলিশ এবং এলাকাবাসীর একাংশের কথা শুনে দ্বিধাবিভক্ত অবরোধকারীরা। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কী পুরো গুজবের ভিত্তিতেই পথ অবরোধ করছেন তাঁরা? অবরোধের কারণের আদৌ কোনও সারবত্তা রয়েছে কি না, তা বুঝতে পারছেন না স্থানীয়রা। ফাঁড়ি সরিয়ে নেওয়া হবে এই গুজব কে বা কারা ছড়ালো সেই তথ্যের খোঁজে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.