Advertisement
Advertisement

অবৈধভাবে খাল ভরাট করে বহুতল নির্মাণ, প্রতিবাদে শামিল গোটা গ্রাম

প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার গ্রামবাসীদের৷

Protest against illegal promoting
Published by: Sayani Sen
  • Posted:January 21, 2019 8:01 pm
  • Updated:January 21, 2019 10:24 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: খাল ভরাট করে চতুর্দিকে গড়ে উঠছে বহুতল৷ পরিবেশের ক্ষতি হচ্ছে যথেষ্টই৷ কিন্তু তার প্রতিবাদ করে সুফল পেয়েছেন, এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়৷ উত্তর ২৪ পরগনার ডুমার সেকাটি গ্রামে ধরে পড়ল তার ব্যতিক্রমী চিত্র৷ কয়েকশো গ্রামবাসীর আন্দোলনের জেরে বন্ধ হল খাল ভরাট করে অবৈধ নির্মাণ৷  

রোদে-জলে নষ্ট হচ্ছে সবুজসাথী সাইকেল, ক্ষোভে ফুঁসছে বালুরঘাট

ডুমা পঞ্চায়েত এলাকার সেকাটি গ্রামেই রয়েছে চালোন্দিয়া খাল৷ স্থানীয়দের দাবি, যমুনা নদীর সঙ্গেও সংযোগ রয়েছে এই খালের৷ সংস্কারের অভাবে মজে গিয়েছে খালটি৷ গ্রামবাসীরা বারবারই খাল সংস্কারের দাবি জানিয়েছেন৷ কিন্তু সেই দাবিপূরণ হয়নি আজও৷ গ্রামবাসীদের অভিযোগ, খাল সংস্কার তো দূরস্ত৷ পরিবর্তে রাতের অন্ধকারে কয়েক কিলোমিটার বিস্তৃত এই খালটি ভরাট করছে প্রমোটার৷ তাঁদের দাবি, ডুমা পঞ্চায়েতের তরফে গ্রামবাসীদের কাছে খাল সংস্কারের আশ্বাস দেওয়া হয় ঠিকই৷ কিন্তু তা মোটেও সত্যি নয়৷ বরং খালটি বুজিয়ে ফেলার অসাধু চক্রের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের যোগসাজশ রয়েছে৷ স্থানীয়দের বক্তব্য, খাল বুজে গেলে বর্ষাকালে জলমগ্ন হয়ে যাবে গোটা এলাকা৷ তাই তাঁরা কিছুতেই খাল ভরাট করে অবৈধ নির্মাণের পক্ষপাতী নন৷ খাল বুজিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার ডুমা পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভও দেখান অন্তত শ’খানেক গ্রামবাসী৷

Advertisement

বউয়ের সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে ভাইয়ের গলায় ব্লেড চালাল যুবক

এদিকে, গ্রামবাসীদের বিক্ষোভের ফলে পঞ্চায়েত দপ্তরের কাজকর্মও ব্যাহত হয়৷ তাই বাধ্য হয়েই আধিকারিকরা গাইঘাটা থানার দ্বারস্থ হন৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ খাল ভরাট যাতে না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলে গ্রামবাসীদের আশ্বাস দেয় গাইঘাটা থানার পুলিশ৷ প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেন গ্রামবাসীরা৷ আগামী দিনে আবারও খাল ভরাটের উদ্যোগ নিলেই বড়সড় আন্দোলনে শামিল হবেন বলেই হুঁশিয়ারি দেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement