Advertisement
Advertisement

Breaking News

University Of Gour Banga

যাদবপুরের পর নয়া উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাকে বাছল রাজভবন?

উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রস্তাবে আগেই সিলমোহর দেয় রাজভবন।

Prof Pabitra Chatterjee named new vice chancellor of University of Gour Banga
Published by: Sayani Sen
  • Posted:April 25, 2024 9:16 pm
  • Updated:April 25, 2024 9:53 pm  

বাবুল হক, মালদহ: উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রস্তাবে সপ্তাহে খানেক আগেই সিলমোহর দিয়েছিল রাজভবন। বৃহস্পতিবার রাজভবন থেকে ইস্যু হল নিয়োগপত্র। এদিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগপত্র পেয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়। রাজভবন থেকে ই-মেলের মাধ্যমে পবিত্রবাবু নিয়োগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস।

গৌড়বঙ্গের রেজিস্ট্রার বলেন, “রাজ্য সরকারের প্রস্তাব মতো রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পবিত্র চট্টোপাধ্যায়কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন। তাঁর সঙ্গে ফোনে আমাদের কথা হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ কমিটির কনভেনার পদে রয়েছেন তিনি। সেই সমস্ত কাজকর্ম বুঝিয়ে তাঁর রিলিজ নিতে একটু সময় লাগবে।”

Advertisement

[আরও পড়ুন: বেড়েছে কর্মসংস্থান, ‘আচ্ছে দিন’ ভারতে, বলছে পরিসংখ্যান]

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণকে কেন্দ্র করে তুমুল চাপানউতোর তৈরি হয়। মাসের গোড়ার দিকে উপাচার্য রজত কিশোর দে-কে অপসারণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল বোস। অথচ তাঁকে পদেই বহাল রাখে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সেই নির্দেশ মেনে কাজ চালিয়ে যাচ্ছিলেন অন্তর্বর্তী উপাচার্য। এর পর গত ৫ এপ্রিল, উপাচার্যের ঘর সিল করে দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। সংঘাত আবহে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রস্তাব করা উপাচার্যদের তালিকায় সিলমোহর দেয় রাজভবন। যাদবপুরের পর নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ও।

[আরও পড়ুন: আচমকাই অসুস্থ কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী, ভর্তি হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement