ছবি: প্রতীকী
সম্যক খান, মেদিনীপুর: কলেজ ছাত্রীকে চড় মারার অভিযোগ উঠল অধ্যক্ষার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার মেদিনীপুর মহিলা কলেজে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ক্লাস বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে ছাত্রীদের একাংশ। ঘটনা সূত্রে জানা গিয়েছে যে, এদিন ছাত্রীরা কলেজ চত্বরেই হোলি খেলায় মেতেছিলেন। বিভিন্ন বিভাগের ছাত্রীরা একে অপরকে আবির মাখাচ্ছিলেন। সেইসময়ই অঙ্ক বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় তা নজরে আসে কলেজ অধ্যক্ষা জয়শ্রী লাহার। তিনি তৎক্ষনাৎ সেখানে দাঁড়িয়ে মেয়েদের ডাকেন। কিছুক্ষণ কেউ সাড়া দেয়নি। পরে এক ছাত্রী অধ্যক্ষার কাছে হাজির হলে তিনি ওই ছাত্রীকে চড় মারেন বলে অভিযোগ।
অঙ্ক বিভাগের ছাত্রীদের অভিযোগ, দোলের সময় কলেজ বন্ধ থাকায় কেউ কাউকে আবির মাখাতে পারেনি। এদিন তাই কলেজের বিভিন্ন বিভাগ আবির খেলে। কিন্তু অধ্যক্ষা কেবল তাঁদেরকেই টার্গেট করে বাধা দেন। এমনকি এক ছাত্রীকে সপাটে চড়ও মারেন। তাই তাঁরা ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিতে চলেছেন। যদিও ছাত্রীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন খোদ অধ্যক্ষা জয়শ্রীদেবী। তিনি বলেছেন, ‘এক বৈঠকে যোগ দিতে ওই বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি দেখতে পান। অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে রং মাখছিল তারা। ডাকলেও তাঁরা পালিয়ে যাচ্ছিল। শেষে এক ছাত্রী এসে কেন তাকে ডেকেছি তা নিয়েই আমার কাছে জবাবদিহি চায়। তখনই রাগের মাথায় তাঁকে এক চড় মেরে শাসন করেছি।’
তাঁর কথায়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই নিয়মশৃঙ্খলা থাকা দরকার। কেউ কেউ তা নষ্ট করতে চায়। ছাত্রীদের ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়ে অধ্যক্ষা বলেছেন, এটি স্বশাসিত কলেজ। ক্লাসে হাজিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রীরা সেটা যেন মনে রাখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.