স্টাফ রিপোর্টার: ২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী দুই ২৪ পরগনা ও মালদহে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ বহাল রাখল হাই কোর্ট৷ হাওড়া ও দুই ২৪ পরগনায় প্রাথমিকস্তরে ১০ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন বাম সরকার৷ বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০৯ সালে শিক্ষক নিয়োগে পরীক্ষাও হয়৷ এর পর রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি বাতিল করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের হয় হাই কোর্টে৷ হাই কোর্ট রায় দেয় এনসিটিই-র গাইডলাইন মেনে নতুন করে পরীক্ষা নিতে হবে৷ ২০০৯ সালে যাঁরা পরীক্ষার্থী ছিলেন শুধুমাত্র তাঁরাই পরীক্ষায় বসতে পারবেন৷ এরপর ২০১৪ সালে ওই চার জেলায় ফের পরীক্ষা হয়৷ পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষক হিসাবে নিয়োগের আগেই হাই কোর্টের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়৷ এর মধ্যেই হাওড়ায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়৷ কিন্তু দুই ২৪ পরগনা ও মালদহে শিক্ষক নিয়োগ স্থগিত থাকে৷
সোমবার মামলাগুলির একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে৷ মামলাকারীদের আইনজীবী সৌমেন দত্ত জানিয়েছেন, এই মামলায় হাওড়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফের খতিয়ে দেখা হবে৷ এছড়াও দুই ২৪ পরগনা ও মালদহে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ বহাল থাকবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.