Advertisement
Advertisement
বিজেপি

পোড়খাওয়া মুখ নেই! বহরমপুরে দিলীপ ঘোষের পুরোহিতকেই প্রার্থী করল বিজেপি

প্রার্থী নিয়ে অসন্তোষ দলের অন্দরেই।

Priest who performed puja in Dilip Ghosh home got BJP ticket
Published by: Monishankar Choudhury
  • Posted:March 27, 2019 11:42 am
  • Updated:March 27, 2019 2:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোড় খাওয়া মুখ নেই, তাই পুরোহিতই সই৷ বহরমপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থীকে দেখলে এমন মনে হতেই পারে৷ শুনতে অবাক লাগলেও, এবার বহরমপুর লোকসভা আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন কৃষ্ণ জোয়ারদার আর্য। পেশায় পুরোহিত আর্য রাজনীতির আঙিনায় নতুন মুখ৷ রাজনীতিতে দখল থাকুক চাই নাই থাকুক, তাঁর যোগ্যতা তিনি বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বাড়ির পুরোহিত৷

[প্রার্থী না পেয়ে গরু ধরে টানাটানি বিজেপির! জামুড়িয়ার দেওয়ালে ব্যঙ্গচিত্র]

Advertisement

জানা গিয়েছে, মাস দুয়েক আগে দিলীপ ঘোষের বাড়িতে যজ্ঞ করেছিলেন কৃষ্ণ জোয়ারদার আর্য। দলের একাংশের দাবি, সেই সুবাদেই নাকি টিকিট পেয়েছেন তিনি৷ বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ জানিয়েছেন, প্রার্থীকে ঠিকমতো চেনেন না তিনি। রাজ্য নেতৃত্বকে এব্যাপারে জিজ্ঞেস করবেন। এই খবর প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরে তৈরি হয়েছে উষ্মা৷ দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করেও যোগ্য নেতাদের প্রার্থী করা হয়নি বলে ইতিমধ্যেই অভিযোগ উঠে গিয়েছে। ফলে ২২ থেকে ২৩টি আসন দখল করার দাবি করলেও পরিস্থিতি খুব সুবিধের নয় পদ্মশিবিরে৷ উল্লেখ্য, কোচবিহার থেকে বারাকপুর- তৃণমূলের প্রাক্তন নেতাদের প্রার্থী করেছে বিজেপি। এনিয়ে দলের অন্দরেই উঠেছে হাজারো প্রশ্ন। দেখা দিয়েছে তীব্র বিবাদ৷ 

কোচবিহারে নিশীথ প্রামাণিককে প্রার্থী করা নিয়ে বেনজির কোন্দল দেখা দিয়েছে দলের অন্দরে৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষমেশ রুদ্ধদ্বার বৈঠকে বসতে হয় রূপা গঙ্গোপাধ্যায়-সহ তাবড় নেতাদের৷ এহেন পরিস্থিতিতে কৃষ্ণ জোয়ারদার আর্যকে প্রার্থী করা নিয়ে ফের তুঙ্গে উঠবে দলীয় কোন্দল বলেই মনে করছেন বিজেপির অনেকেই৷শুধু বহরমপুর নয়, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেও কংগ্রেস ফেরত নীলাঞ্জন রায়কে প্রার্থী করা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরে। দক্ষিণ ২৪ পরগণা জেলা বিজেপির সভাপতি সুফল ঘাঁটু জানান, রাজ্য নেতৃত্বের কাছে প্রার্থী বদলের দাবি করবেন তাঁরা। তাঁদের দাবি, ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে কোনও সেলিব্রিটিকে প্রার্থী করা হোক।                      

উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতুয়া গড়ে প্রচার৷ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দিয়ে যাচ্ছে গেরুয়া শিবির৷ তবে শূন্যস্থান পূরণে যদি আর্য বা ‘গরুচোর’ নিশীথ প্রামাণিককে প্রার্থী করা হয়, তাহলে কী ভোটারদের আস্থা পাওয়া যাবে? উঠছে এমনই প্রশ্ন৷ পাশাপাশি দীর্ঘদিনের দলীয় কর্মীদের তালিকা থেকে বাদ দিলে ঘরের ভাঙন ঠেকাবে কে? তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই৷ তবে বিশ্লেষকদের একাংশের মতে, কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরিকে ওয়াকওভার দিতেই আর্যকে প্রার্থী করেছে বিজেপি৷   

[দাবি মেনে বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, উৎসবের মেজাজ ঠাকুরবাড়ির একাংশে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement