সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইলিশ মাছের কথা বললেই ভিজে জল আসে বাঙালি। তবে সাধ থাকলেও, ইলিশ কিনতে গিয়ে নাভিশ্বাস বাঙালির। হাতে ছ্যাঁকা খেলেও কষ্ট করেই ইলিশ কেনেন অনেকেই। ‘ডানা’র ল্যান্ডফলের প্রাক্কালে একেবারে ভিন্ন ছবি। ইলিশ নাকি বিকোচ্ছে মাত্র ৫০ টাকায়! হু হু করে কিনছেন মধ্যবিত্ত গৃহস্থ। কোথায় ব্যাগ হাতে গেলে, এত সস্তায় ইলিশ পাবেন ভাবছেন নিশ্চয়ই?
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কা, সামশেরগঞ্জ-সহ একাধিক এলাকায় গঙ্গায় ইলিশের ঝাঁক ধরা পড়েছে। তার ফলে বেড়েছে জোগান। আর স্বাভাবিকভাবেই কমেছে দাম। ২৫০ গ্রাম মাপের ইলিশ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ১ কেজির ইলিশ কিনতে খরচ করতে হবে ২০০ টাকা। সর্বোচ্চ ৫০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে রুপোলি শস্য।
বিক্রেতাদের দাবি, গঙ্গায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া গিয়েছে বলেই এত সস্তায় বিক্রি হচ্ছে রুপোলি শস্য। এত সস্তায় ইলিশ মাছ পাওয়ায় ক্রেতার ভিড় বাড়ছে ক্রমশ। যদিও ক্রেতাদের একাংশের দাবি, ২৫০ গ্রাম মাপের ইলিশ তেমন সুস্বাদু নয়। যাঁরা ইলিশপ্রেমী, তাঁরা এত সস্তায় ইলিশ কেনার সুযোগ অবশ্য একেবারে হাতছাড়া করতে নারাজ।
যদিও মৎস্য দপ্তরের দাবি, অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ইলিশ মাছের প্রজননের সময়। তাই বাংলাদেশে ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাও সেই নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়। খোকা ইলিশ ধরার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। তার পরেও ইলিশ কীভাবে ধরা এবং তা বাজারে দেদার বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ছোট মাপের ইলিশ দেদার বিক্রির ফলে পরবর্তীকালে বড় মাপের মাছের জোগান স্বাভাবিকভাবেই আরও কমবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.