স্টাফ রিপোর্টার: উৎসবের মরশুমে আলুর দাম বাড়ানো হলে কড়া ব্যবস্থা নেবে সরকার৷ তাই অবিলম্বে হিমঘর থেকে আলু বের করার জন্য নির্দেশ দিল কৃষি বিপণন দফতর৷ বুধবার হিমঘর মালিক ও অন্যান্য সংস্থার সঙ্গে বৈঠকের পর সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দফতরের মন্ত্রী তপন দাশগুপ্ত৷
মন্ত্রী বলেছেন,“৩০ নভেম্বরের মধ্যে সব হিমঘর থেকে আলু বের করতে হবে৷ আবার ১ মার্চের আগে কোনও হিমঘর খোলা যাবে না৷ দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফার জন্য হিমঘরে অহেতুক আলু মজুত করে রাখলে কড়া ব্যবস্থা নেবে সরকার৷ প্রয়োজনে হিমঘরের লিজ বাতিলও করা হতে পারে৷” এদিনের বৈঠকের পর মন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেছেন, সেপ্টেম্বর মাসে অধিকাংশ হিমঘর থেকে ৫০ শতাংশের কম আলু বের করা হয়েছে৷ যেখানে ৬০ শতাংশের বেশি আলু বাজারজাত হওয়ার কথা৷
তাঁর অভিযোগ, কিছু ফড়েদের জন্যই এমন ঘটনা ঘটছে৷ তাই এবার থেকে হিমঘরগুলিতে আচমকা পরিদর্শন করবেন তিনি৷ পাশাপাশি আলুতে রঙ মেশানো বন্ধ করতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ তপনবাবু বলেছেন, আলুতে রঙ মেশানো বন্ধ করতেই ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত হিমঘর বন্ধ রাখার নির্দেশ এবার থেকে কঠোরভাবে পালন করা হবে৷ প্রসঙ্গত, চলতি বছরে প্রায় ৯০ লক্ষ মেট্রিকটন আলু উৎপাদন হয়েছে৷ অধিকাংশ আলু চাষিরা বিক্রি করে দিয়েছেন৷ চাষিরা ভাল দামও পেয়েছেন৷ কিন্তু বেশি মুনাফার জন্য কিছু ব্যবসায়ী বিভিন্ন হিমঘরে বেনামে আলু মজুদ করছেন৷ মজুদ করা আলুর বস্তায় কোনও ঠিকানা নেই৷ মজুদ করা এমন আলু প্রয়োজনে বাজেয়াপ্ত করে সরকারি দামে বিক্রি করা হবে বলে এদিন মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন৷
এদিকে মন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে প্রগতীশীল আলু ব্যবসায়ী সমিতির নেতা লালু মুখোপাধ্যায়ের দাবি তবে হিমঘরের মালিকরা যাতে ভাড়া না বাড়ায় তাও দেখতে হবে সরকারকে৷ প্রসঙ্গত রাজ্যের খোলা বাজারে ১৮ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে৷ আলু ও সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে সামনের মাস থেকে সব জেলায় কৃষি বিপণন দফতরের সঙ্গে যৌথভাবে মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ দফতর সুফল বাংলার স্টল খুলবে৷ সবজির পাশাপাশি বিক্রি হবে মাছ, মাংস, চাল, ডাল, তেল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.