Advertisement
Advertisement

Breaking News

রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন হাই কোর্টের

বিশেষজ্ঞ কমিটি গড়ে রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ।  

Presiding officer death case: Calcutta high court orders  scrutiny Of postmortem report
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 8, 2018 5:04 pm
  • Updated:August 8, 2018 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল দুর্ঘটনায় মৃত্যু হলে কী দেহে এত আঘাতের চিহ্ন থাকে? ময়নাতদন্তে রিপোর্ট খতিয়ে দেখা প্রয়োজন। রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের মৃত্যু মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। রিপোর্ট খতিয়ে দেখার জন্য সরকারকে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। আগামী মঙ্গলবার ফের মামলা শুনানি।

[ কেরলের বাঙালি কলোনিতে বড়সড় বিস্ফোরণের ছক ছিল বোমারু মিজানের]

Advertisement

দীর্ঘ আইনি জটিলতা পেরিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোট হল মে মাসে। কিন্তু, একদফা ভোটে অশান্তি কম হয়নি। প্রাণহানির ঘটনা ঘটেছে। ভোট-সন্ত্রাসে যেমন প্রাণ হারিয়েছেন রাজনৈতিক দলের কর্মী ও সাধারণ মানুষ, তেমনই আবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মারা গিয়েছেন একটি বুথের প্রিসাইডিং অফিসার। ইটাহারের বানবোল প্রাথমিক স্কুলের বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন রাজকুমার রায়। পঞ্চায়েত ভোটের দিন সন্ধ্যায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। পরের দিন রায়গঞ্জে রেললাইনে ধার থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাজ্যে জুড়ে শোরগোল পড়ে যায়। বিরোধীদের অভিযোগ, ভোটগ্রহণ চলাকালীন বারবার রাজকুমার রায়ের কাছে হুমকি ফোন আসছিল। ফোন তাঁকে বুথ থেকে বেরিয়ে যেতে বলা হয়। কিন্তু কর্তব্যে অবিচল ছিলেন ওই সরকারি কর্মচারী। তারই মাশুল দিয়েছেন রাজকুমারবাবু। ভোটপর্ব মেটার পর যখন নথি ও ব্যালট জমা দিতে যাচ্ছিলেন, তখন তাঁকে অপহরণ করে খুন করে দুষ্কৃতীরা। যদিও শাসকদলের পালটা দাবি, বাড়ি ফেরার পথে রায়গঞ্জে ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন রাজকুমার রায়। ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসারের মৃত্যুর মামলা শুনানি চলছে কলকাতা হাই কোর্টে। আদালতে ময়নাতদন্তে রিপোর্ট জমা দিয়েছে সিআইডি। রিপোর্টে ট্রেনের ধাক্কায় মৃত্যুর কথাই বলা হয়েছে। বুধবার ময়নাতদন্তের রিপোর্টের যথার্থতা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। তাঁর পর্যবেক্ষণ, ‘আমরা বিশেষজ্ঞ নই। কিন্ত, ট্রেনের ধাক্কায় মৃত্যু হলে কী মৃতদেহে এত আঘাতের চিহ্ন থাকে?’ বিশেষজ্ঞ কমিটি গড়ে রাজ্য সরকারকে ময়নাতদন্তে রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী মঙ্গলবার ফের শুনানি।  

ঘন জঙ্গলে মিলল নরকঙ্কাল! কাঠ কুড়োতে গিয়ে ভয়ে কাঁটা মহিলারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement