Advertisement
Advertisement
রাস

রাসেও থিমের বাহার কাটোয়ায়, বুলবুলের আতঙ্ক কাটতেই জোরকদমে শুরু প্রস্তুতি

ইতিমধ্যেই পুরসভার তরফে রাসের উদ্বোধন করা হয়েছে।

Preparation of rash festival in Burdwa's katwa area
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 11, 2019 4:06 pm
  • Updated:November 11, 2019 7:40 pm

ধীমান রায়, কাটোয়া: ঘূর্ণিঝড় বুলবুলের জের কাটতেই দাঁইহাটের রাস উৎসবের জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। রাত পোহালেই রাস। শুক্রবার থেকে দু’দিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে মণ্ডপসজ্জার কাজ করা সম্ভব হয়নি। তাই আকাশ পরিষ্কার হতে দেখেই কার্যত উৎফুল্ল হয়ে উঠেছেন পুজো উদ্যোক্তারা। আদাজল খেয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নেমে পড়েছে পুজো কমিটিগুলি।

দাঁইহাটের রাস উৎসবের জেলা তথা রাজ্যজুড়ে নামডাক আছে। শ্রীচৈতন্যদেবের আমল থেকেই দাঁইহাটে পালিত হয়ে আসছে রাস উৎসব। কয়েক শতাব্দী প্রাচীন এই রাস উৎসবে ব্যাপক ধুমধাম হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭৩টি পুজো কমিটি রাস উৎসবের আয়োজন করে। তার মধ্যে প্রায় ১৫টি কমিটি বিগ বাজেটের পুজো করছে। তার মধ্যে ৮ টি কমিটি থিমের পুজো করছে। বেশ কয়েকদিন আগে থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার রাস উৎসব। কিন্তু এর মাঝে বাধ সেধেছিল ঘূর্ণিঝড় বুলবুল। শুক্রবার হালকা বৃষ্টিপাত হলেও শনিবার দিনভর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দিয়েছে। তাই প্রতিকূল পরিবেশের কারণে দু’দিন ধরে মণ্ডপসজ্জার কাজ ব্যাহত হয়। হাতে সময় কম। এদিন বুলবুলের দাপট কাটতেই অসমাপ্ত মণ্ডপগুলিতে ফের যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গিয়েছে।

Advertisement

rash-2

দাঁইহাটের রেকসান ক্লাবের এবারের থিম করা হয়েছে প্লাস্টিক বর্জনের আহ্বান। বাঁশ, বেত ও তালপাতার তৈরি সামগ্রী দিয়ে করা হয়েছে মণ্ডপ। দাঁইহাটের সাহাপাড়া নাগরিক কমিটির এবারের রাসের থিম হল বরফের দেশ সিমলা। বিবেকানন্দ ক্লাব রাস উৎসবে অভিনব থিম করেছে। তাদের থিম হল কদমগাছে ভ্রমরকুঞ্জ। নটরাজ ক্লাব কাঁসা ও পিতলের তৈরি বাণিজ্যতরী থিম করেছে। দাঁইহাটের প্রীতম ক্লাবের থিম হল মানসিক হাসপাতাল। জীবন্ত মডেলের সাহায্য এই থিম তুলে ধরা হবে। দাঁইহাটের সবকটি কমিটিই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে রবিবারই রাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়ে গিয়েছে পুরসভার পক্ষ থেকে। দাঁইহাট পুরসভার পক্ষ থেকে ৬০ টি পুজো কমিটির হাতে ২০০০ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।

[আরও পড়ুন: সমাবর্তনের আগে বিশ্বভারতীর পড়ুয়াদের সঙ্গে রাজ্যপাল, তুললেন সেলফিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement