Advertisement
Advertisement
Rain of Pre Monsoon

সাতসকালেই যেন সন্ধে! প্রাক বর্ষার বৃষ্টিতে নামল তাপমাত্রা, স্বস্তি কলকাতায়

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Pre Monsoon rain in Kolkata and other parts of the Bengal | Sangbad Pratidin

ছবি - অরিজিৎ সাহা

Published by: Suparna Majumder
  • Posted:June 19, 2023 8:54 am
  • Updated:June 19, 2023 12:16 pm

নিরুফা খাতুন: সাতসকালেই যেন সন্ধে নামল কলকাতায়। আকাশ কালো করে এল বৃষ্টি (Rain)। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও জেলার কিছু অংশে ভারী বৃষ্টির খবর মিলেছে। তাহলে কি বর্ষা শুরু হয়ে গেল? আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৃষ্টি প্রাক বর্ষার। তাহলে কবে বর্ষা আসবে? জানা যাচ্ছে, সোমবার থেকেই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বৃহস্পতিবার এর মধ্যে যে কোনও দিন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি। আপাতত কয়েকটা দিন দক্ষিণবঙ্গে এমন বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

Pre Monsoon rain
ফাইল ছবি

হাওয়া অফিস সূত্রে খবর, ছ’দিন একই অবস্থানে থাকার পর আজ অর্থাৎ সোমবার থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। ১২ই জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর আপাতত মালদার উপরে তার অবস্থান। ১৯ থেকে ২২ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে পাঁচ দিন পরে বর্ষার প্রবেশ হয়েছিল দক্ষিণবঙ্গে অবশ্য তার থেকেও দেরি হবে পরিস্থিতি অনুকূল হতে। দক্ষিণবঙ্গের কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন।

Advertisement

[আরও পড়ুন: WB Panchayat Poll: ‘মুকুল-শুভেন্দুর মতো আমাকেও ভাঙানোর চেষ্টা করছে বিজেপি’, বিস্ফোরক অভিষেক]

কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন সকালে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ। এদিকে চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোম, মঙ্গলবার ও বুধবার ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামার হওয়ার সম্ভাবনা থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করা হয়েছে।

Rain
ফাইল ছবি

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪ থেকে ৫ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কয়েক জেলায়। মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি। প্রাক বর্ষার বৃষ্টি বাড়বে। পশ্চিমের ছয় জেলায় তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কিছুটা অস্বস্তি থাকবে। কার্যত দক্ষিণবঙ্গের হাওয়া বদল শুরু আজ থেকে।

[আরও পড়ুন: গ্যাল গ্যাডটকে নাকানি চোবানি খাওয়ালেন ‘ভিলেন’ আলিয়া! হলিউডে দুর্ধর্ষ হাতেখড়ি, দেখুন]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement