Advertisement
Advertisement
Prashant Kishor

‘আবারও বলছি বাংলায় বিজেপি ১০০ পেরোবে না’, বিতর্কিত অডিও ক্লিপ নিয়ে টুইট পিকের

পারলে পুরো অডিও ক্লিপ প্রকাশ করুন, অমিত মালব্যকে চ্যালেঞ্জ পিকের।

Prashant Kishor dared the BJP to release the full transcript of the chat on Clubhouse | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:April 10, 2021 12:31 pm
  • Updated:April 10, 2021 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি তৃণমূলের ভোটকুশলী। অথচ, তাঁর মুখ থেকেই শোনা গিয়েছে, বাংলার ভোটে হাওয়া রয়েছে বিজেপির পালে। রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন সকালে বিজেপির তরফে প্রকাশ করা ওই অডিও ক্লিপ নিয়ে রাজনৈতিক কাটাছেঁড়া শুরু হতেই আসরে নামলেন প্রশান্ত কিশোর। জানিয়ে দিলেন, যে অডিও ক্লিপ নিয়ে বিজেপি এত লাফালাফি করছে, সেটা আংশিক প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। পিকের সাফ দাবি,”আবারও বলছি বাংলায় বিজেপি ১০০ আসন পেরবে না।”

[আরও পড়ুন: মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪ ‘তৃণমূল’ কর্মী, আহত আরও ৪]

বিজেপি আইটি সেলের প্রধান এবং এরাজ্যের সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে প্রশান্ত কিশোরের একটি অডিও ক্লিপ (এই ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) প্রকাশ করেন। যাতে পিকেকে কার্যত স্বীকার করতে শোনা যায়, যে বাংলার নির্বাচনে হাওয়া রয়েছে বিজেপির পালে। তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে, বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমান জনপ্রিয়। ধর্মীয় মেরুকরণ, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, মতুয়া ভোট, তফসিলি ভোট-সহ একাধিক ফ্যাক্টর কাজ করছে বিজেপির পক্ষে। অমিত মালব্যর (Amit Malviya) প্রকাশ করা অডিও ক্লিপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে, “মোদির বিরুদ্ধে বাংলায় কোনও প্রতিষ্ঠান বিরোধিতা নেই। বাংলায় মোদি জনপ্রিয়। ১০-২৫ শতাংশ মানুষ মোদিকে ভগবান মনে করেন। তাছাড়া প্রতিষ্ঠান বিরোধিতা রাজ্য সরকারের বিরুদ্ধেই আছে। এটা অনেক বড় ব্যাপার। রাজ্যে সমীক্ষা করলে দেখা যাবে মোদি (Narendra Modi) এবং মমতা সমান জনপ্রিয়।”

[আরও পড়ুন: অপরাধীকে ধরতে ইসলামপুরের গ্রামে হানা, দুষ্কৃতীদের পালটা মারে মৃত বিহারের আইসি]

অমিত মালব্যর প্রকাশ করা এই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় রকেটের গতিতে ছড়িয়ে পড়ে। এবং তারপরই আসরে নামেন পিকে।পালটা টুইট করে তৃণমূলের ভোটকুশলী বলেন,”আমার ভাল লাগছে যে বিজেপি নিজেদের নেতাদের কথার থেকে আমার একটা ক্লাবহাউস চ্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমার কথোপকথনের আংশিক অডিও প্রকাশ করছে বিজেপি। ওঁদের বলব, পারলে পুরো ক্লিপটা প্রকাশ করুন।” এরপরই প্রশান্ত কিশোর সাফ জানিয়ে দেন,”আমি আগেও বলেছি, আবার বলছি, বাংলায় বিজেপি ১০০ পেরবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement