Advertisement
Advertisement
বিস্ফোরণ

বাজির আড়ালে বিস্ফোরক! নিষ্ক্রিয় করতে গিয়ে শক্তিশালী বিস্ফোরণে কাঁপল নৈহাটি

বিস্ফোরণের প্রভাব গঙ্গার অপর তীরে চুঁচুড়াতেও।

Powerful explosion jolts Naihati sparks fear, locals torch police jeep
Published by: Sucheta Sengupta
  • Posted:January 9, 2020 3:51 pm
  • Updated:January 9, 2020 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারখানা থেকে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি। কেঁপে উঠল নৈহাটির রামঘাট এলাকা। এছাড়াও গঙ্গার ওপাড়ে চুঁচুড়াতেও ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। বিস্ফোরণের তীব্রতার জেরে বচসার জেরে স্থানীয় বাসিন্দারা পুলিশের দু’টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অপরিকল্পিতভাবে কীভাবে জনবহুল এলাকায় বাজি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নিল পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রায় সকলেই। 

সম্প্রতি নৈহাটির দেবকের মামুদপুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তাতে প্রাণ হারান মোট পাঁচজন। ওই বাজি কারখানায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বাজি বাজেয়াপ্ত করে নৈহাটি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা ওই বাজিই বৃহস্পতিবার রামঘাটের গঙ্গার পাশে নিষ্ক্রিয় করার কাজ চলছিল। সেই সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে রামঘাট লাগোয়া বেশ কয়েকটি বাড়ি। ভেঙে পড়ে কাচের জানলা, দরজা। এছাড়াও রামঘাটের ওপারে অবস্থিত চুঁচুড়ার বেশ কয়েকটি বাড়িও বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। বাজি নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থল থেকে ১০০ বা ১৫০ মিটার দূরেই ছিল পুলিশের গাড়ি। বোমা নিষ্ক্রিয়করণের পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ হন স্থানীয়রা। পুলিশের সঙ্গে কথা বলতে গিয়ে বচসা বেঁধে যায় দু’পক্ষের। তারপরই পরপর দু’টি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

Naihati blast

[আরও পড়ুন: সুজাপুরে ধর্মঘটীদের উপর হামলার অভিযোগ, চিহ্নিত বেশ কয়েকজন পুলিশকর্মী]

অপরিকল্পিতভাবে জনবহুল স্থানে কেন ওই বাজিগুলি নিষ্ক্রিয় করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন স্থানীয়রা। যদিও পুলিশের দাবি, তাঁরা বুঝতে পারেননি বাজেয়াপ্ত হওয়া বাজি এত শক্তিশালী। উল্লেখ্য, এর আগে নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরণের সময়ই বাজির তীব্রতা নিয়ে প্রশ্ন ওঠে। বিজেপি সাংসদ অর্জুন সিং দাবি করেছিলেন, ওই কারখানায় মামুলি বাজি নয় তৈরি হচ্ছিল অতি শক্তিশালী বোমা। কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। বোমা নিষ্ক্রিয় করতে গিয়েও এমন বিপত্তির ঘটনায় আবারও জোরাল হল বিস্ফোরক প্রকৃতি নিয়ে ওঠা প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement