নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বড়মার বড় ছেলে কপিলকৃষ্ণ ঠাকুরের প্রথমপক্ষের নাকি দ্বিতীয়পক্ষের স্ত্রী কে হবেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা, তা নিয়ে চলছে টানাপোড়েন৷ বিতর্কের ঝড় ঠাকুর পরিবারের অলিন্দে৷ সারা ভারত মতুয়া মহাসংঘের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আপাতত ওই গুরুদায়িত্ব সামলাবেন মমতাবালা৷ কিন্তু বড়মার নাতি শান্তনু ঠাকুর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন৷ তাঁর দাবি, কপিলকৃষ্ণের প্রথমপক্ষের স্ত্রী অমলাই প্রধান উপদেষ্টা হবেন৷
১৯১৯ সালে বরিশালের জব্দকাঠি গ্রামে বীণাপাণিদেবীর জন্ম। অল্প বয়সেই ফরিদপুরের প্রমথরঞ্জন ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। দেশভাগের পর স্বামীর সঙ্গে অশোকনগরের ঠাকুরনগরে চলে আসেন বীণাপাণি দেবী। তার আগেই অবশ্য ওপার বাংলায় পথ চলা শুরু করেছিল মতুয়া সম্প্রদায়। প্রমথরঞ্জনের দাদু হরিচাঁদ প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ধর্মের এই নতুন শাখার। যা এগিয়ে নিয়ে যান প্রাক্তন সাংসদ প্রমথরঞ্জন ও তাঁর স্ত্রী বীণাপাণি। ১৯৯১ সালের ১৫ জানুয়ারি থেকে মৃত্যুর আগে পর্যন্ত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা ছিলেন বড়মা৷ গত মঙ্গলবার মারা যান বীণাপাণি দেবী৷ দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর৷
রীতি অনুযায়ী, মতুয়া মহাসংঘের প্রধানের পদ একদিন ফাঁকা রাখা যায় না৷ তাই বড়মার মৃত্যুর পর কে হবেন প্রধান উপদেষ্টা, সেই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে ঠাকুরবাড়ির অন্দরে৷ সারা ভারত মতুয়া মহাসংঘের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা দফায় দফায় বৈঠক করেন৷ ওই বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলেই মহাসংঘের সভাপতি নন্দদুলাল মোহন্ত ঘোষণা করেন আপাতত মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলাবেন তাঁর পুত্রবধূ মমতাবালা ঠাকুর৷ যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেন শান্তনু ঠাকুর৷ তিনি বড়মা ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে৷
তবে শুক্রবার সকালে মহাসংঘের প্রধান উপদেষ্টা কে হবেন, তা নিয়ে আবারও নতুন করে মাথাচাড়া দেয় বিতর্ক৷ এদিন রীতিমতো আনুষ্ঠানিকভাবে মতুয়া মহাসংঘের প্রধান হিসাবে অমলা ঠাকুরের নাম ঘোষণা করেন শান্তনু৷ অমলা হলেন বড়মার প্রয়াত ছেলে কপিলকৃষ্ণের প্রথমপক্ষের স্ত্রী৷ শান্তনুর দাবি, ‘‘হিন্দু ধর্মাবলম্বী কোনও ব্যক্তি একবারই বিয়ে করতে পারেন৷ তাই কপিলকৃষ্ণের স্ত্রী হিসাবে আমরা অমলা দেবীকেই মানি৷ তাঁর দ্বিতীয় স্ত্রী মমতাবালা ঠাকুরকে আমরা মানিনা৷’’ এই যুক্তি দেখিয়েই শান্তনু দাবি করেন আপাতত সংঘের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলাবেন অমলা৷ তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূলের অঙ্গুলিহেলনে আপাতত প্রধান উপদেষ্টা হয়েছেন মমতাবালা ঠাকুর৷
এই টানাপোড়েনের মাঝে আবার মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লেখেন মমতাবালা৷ বড়মার শেষকৃত্যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার ব্যবস্থা করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে মহাসংঘের প্রধান উপদেষ্টা হিসাবে ধন্যবাদ জানান তিনি৷ চিঠিতে তিনি এও উল্লেখ করেন যে, বড়মা চাইতেন তাঁর অবর্তমানে পুত্রবধূ মমতাবালা এই দায়িত্ব সামলান৷ তাই এই পদে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
অমলা নাকি মমতাবালা, কে হবেন সংঘাধিপতি সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ সংঘের তরফে জানানো হয়েছে পাকাপাকিভাবে কে প্রধান উপদেষ্টা হবেন, সেই সিদ্ধান্ত নিতে বৈঠকের পাশাপাশি হতে পারে ভোটাভুটিও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.