Advertisement
Advertisement

Breaking News

খুন

ব্যবসায়ীকে গুলি করে খুন, চাঞ্চল্য করণদিঘিতে

পুরনো শত্রুতার জেরেই খুন বলে অনুমান পুলিশের।

Poultry farm owner murdered in Karandighi area on last night

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 8, 2019 12:47 pm
  • Updated:October 8, 2019 12:48 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: নবমীর রাতে ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের করণদিঘির বিডিও অফিস সংলগ্ন এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন ওই পোলট্রি ব্যবসায়ীর ফার্ম ম্যানেজারও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুরনো শত্রুতার জেরেই কি খুন? তা নিয়ে ধন্দে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

[আরও পড়ুন: হাসপাতালেই পালটে গিয়েছে সন্তান, ১ মাস পর হুঁশ ফিরল মা-বাবার!]

জানা গিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে করণদিঘি বাসস্ট্যান্ডের পাশে নিজের পোল্ট্রি ফার্মেই কাজ করছিলেন সুদেশ দাস নামে ওই ব্যবসায়ী। তাঁর সঙ্গেই ছিলেন ফার্মের ম্যানেজার বাবলু সিংহও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেই সময় হঠাৎই চার-পাঁচজন ফার্মে ঢুকে পড়ে। অভিযোগ, সেই সময় তারাই সুদেশ দাসকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালায়। ফার্মের ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুদেশ বাবু। সেই সময় সুদেশ বাবুকে বাঁচাতে গেলে তাঁর ম্যানেজার বাবলু সিংহর বুকে গুলি লাগে। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছতেই গুলি চালাতে চালাতে চম্পট দেয় অভিযুক্তরা।

Advertisement

এরপর আশঙ্কাজনক অবস্থায় সুদেশ বাবুকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন বাবলু। হাসপাতালের তরফে জানানো হয়েছে তাঁর অবস্থা সংকটজনক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করণদিঘি থানার পুলিশ। জানা গিয়েছে, প্রায় ৮০ হাজার টাকা হাতিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে টাকা-পয়সা লুঠে উদ্দেশ্যেই খুন নাকি পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা তা নিয়ে ধন্দে পুলিশ। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। নবমীর রাতে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়্ছেে। অবিলম্বেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। 

[আরও পড়ুন: দলীয় কার্যালয়ে ঢুকে গুলি দুষ্কৃতীদের, খুন তৃণমূল নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement