Advertisement
Advertisement

থমকে সম্প্রসারণের কাজ, বেহাল জাতীয় দু’নম্বর সড়ক এখন বিভীষিকা

উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা৷

Potholes mark road in Durgapur
Published by: Kumaresh Halder
  • Posted:August 24, 2018 4:44 pm
  • Updated:August 24, 2018 4:44 pm

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সম্প্রসারণের কাজ শেষ হয়নি এখনও৷ তার আগেই বেহাল হয়ে দুই নম্বর জাতীয় সড়ক৷ মূল সড়ক ছাড়াও গর্তে মুখ লুকিয়েছে জাতীয় সড়কের সার্ভিস রোডও৷ ফলে খানা-খন্দের জেরে জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনা৷

[অসতর্ক হয়ে লাইন পারাপার, যাত্রীদের মিষ্টিমুখ করিয়ে সচেতনতার বার্তা]

বর্ষার দোহাই দিয়ে সংস্কারের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ৷ কিন্তু, এখনও শেষ হয়নি জাতীয় সড়কের ছয় লেনের সম্প্রসারণের কাজ৷ তারমধ্যেই জাতীয় সড়কে খানাখন্দ নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা৷ দুই নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাস রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে৷ কাঁগকসার পাঠানপাড়া থেকে শেরপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সার্ভিস রোড ‘আস্ত পুকুরে’র চেহারা নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের৷ এই এলাকায় সার্ভিস রোড জুড়ে যত্রতত্র বড়ো বড়ো গর্ত৷ ওই গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে, নয়তো গর্ত বাঁচিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে৷ যেহেতু জাতীয় সড়ক, ফলে গাড়ির গতি অন্য রাস্তার তুলনায় একটু বেশিই থাকে৷ জাতীয় সড়কে গাড়ি ছোটাতে গিয়ে গর্তে বাধাপ্রাপ্ত হচ্ছে গতি৷ বেহাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে দুর্ঘটনা৷

Advertisement

[ভিনরাজ্যের যৌনপল্লিতে বিক্রির ছক, বুদ্ধির জোরে বেঁচে ফিরল কিশোরী]

আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগও এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে৷ সময় বাঁচাতে পানাগড় বাইপাস রাস্তা দিয়েই দূরপাল্লার গাড়ি যাতায়াত করে৷ বাইপাসের সার্ভিস রোড ছোট গাড়ি বা স্থানীয়দের ব্যবহারের জন্যে৷ সার্ভিস রোড খারাপ থাকায় বাধ্য হয়ে মূল রাস্তায় উঠতে হচ্ছে ছোট গাড়িগুলিকে৷ আর তাতেই বাঁধছে সংঘর্ষ৷ একইভাবে দুই নম্বর জাতীয় সড়কের মূল রাস্তাও ভাঙছে৷ কাঁকসার রাজবাঁধ চটির কাছে মূল সড়কই বিপন্ন৷ স্থানীয় কিছু জটিলতার জেরে দুই নম্বর জাতীয় সড়ককে সম্প্রসারণের কাজ এখনও করা যায়নি৷ রাস্তা ছয় লেনের হলেও এখানে রাস্তা সংকীর্ণ৷ তার উপর রাস্তার ধরে ভাঙনও দেখা গিয়েছে৷ ফলে, দুই নম্বর জাতীয় সড়কের রাজবাঁধ চটি এলাকা যে কোন গাড়ির কাছেই বিভীষিকা৷ এখানেই দুর্ঘটনার মাত্রাও সবচেয়ে বেশি৷ স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক যারা নির্মাণ করে, তারা দেশের মধ্যে সড়ক নির্মাণে অত্যন্ত পারদর্শী হয়ে থাকেন৷ তাদের প্রযুক্তির সঙ্গে পাল্লা দেওয়াও সাধারণ নির্মাণ সংস্থার পক্ষে সম্ভব নয়৷ এছাড়াও জাতীয় সড়ক নির্মাণের প্রক্রিয়া, নির্মাণ সামগ্রী অন্যান্য রাস্তার তুলনায় আলাদা৷ গুণমানে অত্যন্ত উৎকৃষ্ট হতে হয় দেশের জাতীয় সড়কগুলিকে৷ কিন্তু, সেই জাতীয় সড়কই বেশ কিছু জায়গায় হাল গ্রামীণ রাস্তার থেকেও খারাপ৷ শুরুতেই জাতীয় সড়কের এই হাল হলে পরে সড়কের স্বাস্থ্য নিয়ে এখন থেকেই উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা৷

[অশরীরী আতঙ্কের অবসান, অবশেষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ধরা পড়ল ‘ভূত’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement