সৌরভ মাজি, বর্ধমান: ফের পড়ুয়াদের বিক্ষোভে অশান্ত শিক্ষাঙ্গন৷ আবারও ঘটনাস্থল বর্ধমান বিশ্ববিদ্যালয়৷ পরীক্ষা পিছনোর দাবিতে সোমবার সকাল থেকেই বিক্ষোভে শামিল বিবিএ, বিসিএ-র পড়ুয়ারা৷ বিশ্ববিদ্যালয় কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা৷ অশান্তির জেরে দিনভর ব্যাহত পঠনপাঠন৷
পড়ুয়াদের বিক্ষোভে গত ফেব্রুয়ারিতে অশান্ত হয়ে উঠেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বর৷ স্নাতক স্তরের সব বিভাগের পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়ে ওঠেন পড়ুয়ারা৷ সেই বিক্ষোভের আঁচ স্তিমিত করতে আসরে নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ আলোচনার পর পিছিয়ে দেওয়া হয় পরীক্ষা৷ পড়ুয়াদের জানানো হয়, পরীক্ষা হবে মার্চের শেষে৷ দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে৷ কিন্তু তাতেও নারাজ পড়ুয়ারা৷ বিশ্ববিদ্যালয়ের বিবিএ, বিসিএ পরীক্ষার্থীদের দাবি, এখনও তাঁদের সিলেবাস শেষ হয়নি৷ বেশিদিন পড়ারও সময় পাননি তাঁরা৷ তাই পরীক্ষা আরও বেশ কয়েকদিন পিছতে হবে৷
কিন্তু তাঁদের এই দাবি মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তাই সোমবার সকাল থেকে বিবিএ, বিসিএ পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বিশ্ববিদ্যালয়ের মূল দরজার সামনে বসে পড়েন তাঁরা৷ সেই সময় বিশ্ববিদ্যালয়ের এক কর্মী বাইক নিয়ে বেরোতে যান৷ অভিযোগ, বিক্ষোভকারীরা তাঁর বাইকের চাবি কেড়ে নেন৷ তাতে বাধা দিতে যান তিনি৷ শুরু হয় দু’পক্ষের বচসা৷ সেই সময় বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন৷ বচসা ধস্তাধস্তির রূপ নেয়৷ তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়৷
অশান্তি থামলেও, আন্দোলন থেকে সরে আসার কোনও চিন্তাভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা৷ যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের অবস্থান বদল করে পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেবে, ততক্ষণ তাঁদের অবস্থান চলবেই, জানিয়েছেন এক পড়ুয়া৷ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের দাবিতে কান দিতে নারাজ৷ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার দিনক্ষণ স্থির থাকবে বলে পালটা জানিয়েছে কর্তৃপক্ষ৷
দেখুন ভিডিও:
ছবি ও ভিডিও: মুকুলেসুর রহমান
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.