Advertisement
Advertisement

Breaking News

শাসকদলের ৩ নেতার বিরুদ্ধে ‘মাও কায়দা’য় পোস্টার, চাঞ্চল্য আলিপুরদুয়ারে

কাঠগড়ায় বিরোধীরা৷

Posters threatening TMC leaders appear in Alipurduar
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 20, 2018 6:11 pm
  • Updated:August 20, 2018 6:11 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: দলের যুব সভাপতির স্ত্রীকে পঞ্চায়েত প্রধান করতে হবে৷ না হলে শাসকদলের ব্লক সভাপতি-সহ তিনজন নেতাকে মেরে ফেলা হবে৷ রীতিমতো মাওবাদীদের কায়দায় লাল কালিতে লেখা পোস্টার পড়েছে এলাকায়৷ চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে শামুকতলার  মাঝের ডাবরির দুর্গাবাড়ি মোড় এলাকায়৷ থানায় অভিযোগ দায়ের করেছে শাসকদলের স্থানীয় নেতৃত্ব৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার যুব সভাপতি মানস রায় ও দুই নম্বর ব্লকের সভাপতি দেবজিত সরকার৷

[ চারিদিকে শুধু জল! কেরলে কাজে গিয়ে প্রাণসংশয়ে বাঁকুড়ার শ্রমিকরা]

Advertisement

বহু আইনি বাধা পেরিয়ে মে মাসে একদফায় পঞ্চায়েত ভোট মিটেছে রাজ্যে৷ ভোটের ফলও ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন৷ কিন্তু, জটিলতা কাটেনি৷ পঞ্চায়েত ভোটে ৩৪ শতাংশ আসনে ভোট হয়নি৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন শাসকদলের প্রার্থীরাই৷ বিরোধীদের অভিযোগ, তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি৷ মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনে ফল ঘোষণায় স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালতে৷ ফলে বিপাকে পড়েছে প্রশাসন৷

আলিপুরদুয়ারে মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে অবশ্য সমস্যা নেই৷ এই পঞ্চায়েতে সবকটি আসনে প্রার্থী দিয়েছিল বিরোধীরা৷ ভোটে জিতেছে শাসকদল৷ ২৩ আগস্ট পঞ্চায়েতে নয়া বোর্ড গঠনের দিনও চূ়ড়ান্ত হয়ে গিয়েছে৷ সোমবার সকালে স্থানীয় দূর্গাবাড়ি মোড়ে লালকালিতে লেখা কয়েকটি পোস্টার চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের৷ পোস্টারে লেখা ছিল, তৃণমূলের যুব সভাপতি মানস রায়ের স্ত্রীকে যদি পঞ্চায়েত প্রধান করা না হয়, তাহলে দুই নম্বর ব্লকের সভাপতি দেবজিৎ সরকার-সহ তিন নেতাকে প্রাণে মেরে ফেলা হবে৷ স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পুলিশের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার যুব সভাপতি মানস রায় ও দুই নম্বর ব্লকের সভাপতি দেবজিৎ সরকার৷ শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেছেন দু’জনেই৷ আঙুল তুলেছেন বিরোধীদের দিকেই৷

[ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী ২ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement