টিটুন মল্লিক, বাঁকুড়া: একুশের ভোটে রাজ্যজুড়ে চোখ ধাঁধানো ফল করেছে তৃণমূল (TMC)। কিন্তু বাঁকুড়ায় (Bankura) মুখ থুবড়ে পড়েছিল শাসকদল। ১২টির মধ্যে মোটে চারটি আসন পায় তৃণমূল। এর জন্য দলের ‘ঘর শত্রু বিভীষণ’দের দায়ী করছেন তৃণমূল নেতা-কর্মীরা। সেই সমস্ত নেতাদের দল থেকে বহিষ্কারের দাবিতে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় পোস্টার পড়ল।
একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় মাত্র ৪টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। হাতছাড়া হয়েছে ৮টি আসন। তার পর থেকেই ‘ঘর শত্রু বিভীষণদের’ চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করার দাবিতে সরব দলীয় নেতাকর্মীদের একাংশ। এবার সেই দাবি আরও জোরালো হল।
অন্যদিকে, এদিন প্রকাশ্যেই বাঁকুড়া জেলা তৃণমূলের সহ-সভাপতি কল্যাণ দে দলের বর্তমান জেলা সভাপতি শ্যামল সাঁতরার পদত্যাগের দাবি তুলেছেন। শ্যামল সাঁতরার কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি জানান, “দলীয় বিষয়ে প্রকাশ্যে বলা যাবে না।” এদিকে সম্প্রতি দলের জেলা কোর কমিটির বৈঠক নিয়েও বিতর্ক শুরু হয়েছে। ভোটের ফলাফল নিয়ে দিন তিনেক আগে জেলা কোর কমিটির বৈঠক হয়। এর পর জেলা কমিটির বৈঠকও হয়। কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন বামনেতা শেখর ভট্টাচার্য। ২০১৬ সালে তাঁকে বামফ্রন্ট থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তৃণমূলে যোগ দেন শেখরবাবু। যাঁকে আবার ভোটের সময় দুর্গাপুরের বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচার করতে দেখা গিয়েছিল বলে অভিযো। দলীয় বৈঠকে বিতর্কিত নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়। কোর কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন বাঁকুড়া জেলা তৃণমূলের সহ-সভাপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.