Advertisement
Advertisement
TMC

নিখোঁজ সাজদা আহমেদ! ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার ঘিরে শোরগোল

সাজদা আহমেদকে 'পরিযায়ী পাখি' বলে কটাক্ষ বিজেপির।

Posters against TMC MP, Uluberia Sajda Ahmed featuring that she goes missing

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:March 15, 2024 7:17 pm
  • Updated:March 15, 2024 7:19 pm  

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: নিখোঁজ উলুবেড়িয়ার সাংসদ তথা চব্বিশের লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ (Sajda Ahmed)! খোঁজ দিতে পারলে ৫ লক্ষ হাজার টাকা পুরস্কার! এমনই চমকপ্রদ ঘোষণা করে পোস্টার পড়ল হাওড়ার একাধিক জায়গায়। পোস্টার কাণ্ডে বিজেপির(BJP) দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল (TMC)। আসন্ন লোকসভা নির্বাচনে সাজদা আহমেদকে প্রার্থী করেছে দল। এরই মাঝে তাঁর নামে নিখোঁজ পোস্টারের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।

শুক্রবার সকালে হাওড়া গ্রামীণ এলাকার একাধিক জায়গায় দেখা যায় সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে পোস্টার। যেখানে লেখা, ‘নিখোঁজ সাজদা আহমেদ। সন্ধান দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার।’ তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানা যায়নি। এই ঘটনায় বিজেপির অভিযোগ, সাংসদ হওয়ার পর থেকে তাঁকে আর এলাকায় দেখা যায়নি। সাজদা আহমেদকে ‘পরিযায়ী পাখি’ কটাক্ষ করে বিজেপির দাবি, উলুবেড়িয়া লোকসভার (Uluberia Lok Sabha constituency) মানুষ এই সাংসদকে আর ভোট দেবে না।

Advertisement

[আরও পড়ুন: ঘটকালির আড়ালে ভিনরাজ্যে নারী পাচার! হুগলি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার কাশ্মীর পুলিশের]

এদিকে পোস্টার কাণ্ডে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, “কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়েছে। তবে এটা আমাদের দলের লোকের কাজ নয়। বিরোধীরা এই পোস্টার লাগিয়ে বাজার গরম করতে চাইছে। কিন্তু এটাও সত্য আমাদের সাংসদ এখনো প্রচারে নামেননি। তিনি হয়তো মনে করেছেন বিরোধীশূন্য মাঠ তাই গা ঘামাচ্ছেন না। তবে শীঘ্রই তিনি প্রচারে নামবেন।”

[আরও পড়ুন: ‘সৌমিত্র-সুজাতার দাম্পত্য কলহে আগ্রহ নেই’, বিষ্ণুপুরের বাম প্রার্থীর অস্ত্র ‘সেটিং’ তত্ত্ব]

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্র থেকে সাংসদ হন সুলতান আহমেদ। তাঁর মৃত্যুর পর ২০১৮ সালের উপনির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে বিপুল ভোটে জয় পান সুলতানের স্ত্রী সাজদা আহমেদ। এর পর ২০১৯ লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন সাজদা। এবারও তাঁকে ওই কেন্দ্র থেকে টিকিট দিয়েছে দল। তবে প্রচারে নামার আগে এহেন পোস্টারে কিছুটা হলেও অস্বস্তিতে ঘাসফুল শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement