Advertisement
Advertisement
গোষ্ঠীকোন্দল

বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষ, সায়ন্তন বসুর বিরোধিতায় পোস্টার বসিরহাটে

জেলা বিজেপি নেতৃত্ব পাশে আছে, জানালেন বিজেপি নেতা।

Posters against BJP's Sayantan Bose appears in Basirhat
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 22, 2019 8:12 pm
  • Updated:March 22, 2019 8:12 pm

নব্যেন্দু ঘোষ, বসিরহাট: প্রার্থী ঘোষণার পর থেকেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। বনগাঁয় দুলাল বরের পর এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরোধিতা করে পোস্টার পড়েছে বসিরহাটে। পোস্টারে দাবি করা হয়েছে স্থানীয় নেতাকেই প্রার্থী করতে হবে। যদিও ঘটনাটি তৃণমূলের কারসাজি, দাবি সায়ন্তন বসুর।

[দুর্গাপুরে গণধর্ষণের শিকার নাবালিকা, গ্রেপ্তার ৪]

অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায় বেশ কিছুটা দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই প্রকাশ্যে এসছে দলের অন্তর্কলহ। কোথাও প্রার্থীপদ না পেয়ে দল ছেড়েছেন পোড়খাওয়া নেতা। কোথাও আবার নিজেদের পছন্দের প্রার্থীর দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন কর্মী সমর্থকরা। কয়েকদিন আগেই বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরোধিতা করে ট্রেনে পোস্টার পড়েছিল। এই নিয়ে বিস্তর জলঘোলাও হয়। ফের এক ঘটনার পুনরাবৃত্তি জেলায়। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে প্রার্থী করার বিরোধিতায় সরব হলেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা।

Advertisement

শুক্রবার সকাল থেকেই বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পোস্টার নজরে পড়ে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে এই পোস্টার। তাতে লেখা ছিল, “সায়ন্তন বসুকে চাই না। স্থানীয় নেতাকেই প্রার্থী করতে হবে।” পোস্টারের নিচে লেখা ছিল, “বসিরহাট লোকসভা বিজেপি কর্মীবৃন্দ।” এই পোস্টার বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার পরেই উত্তেজনা দেখা দেয় এলাকায়। এবিষয়ে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে সূত্রের খবর। এ বিষয়ে সায়ন্তন বসু জানিয়েছেন, “প্রধানমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি আলোচনা করেই আমাকে প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তাদের নির্দেশই পালন করব আমি।”

[জমি বিবাদের জেরে গোষ্ঠী সংঘর্ষ, উত্তেজনা ওদলাবাড়িতে]

সেই সঙ্গে বহিরাগত প্রার্থীর দাবি প্রসঙ্গে তিনি বলেন, “আমি উত্তর ২৪ পরগনার বাসিন্দা, বসিরহাট লোকসভা কেন্দ্র আমার জেলার ভিতরেই। তাই আমাকে কোনও ভাবেই বহিরাগত বলা যায় না।” সেই সঙ্গে স্পষ্টভাবে তিনি জানিয়ে দেন, তাঁকে নিয়ে জেলাস্তরের নেতা কর্মীদের মধ্যে কোনও সমস্যা নেই। তাঁর অভিযোগ, এই পোস্টার বিতর্কের পিছনে রয়েছে তৃণমূল। তিনি বলেন, নিজেদের স্বার্থে বিজেপির অন্দরে ভাঙন ধরাতে এই সব অপপ্রচার করছে শাসকদল। যদিও সায়ন্তন বসুর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ফিরোজ কামাল গাজি। তিনি বলেন, তৃণমূল এমনিতেই বিপুল ভোটের জয়ী হবে। বিজেপির কোনও প্রার্থীই তাদের জয়ে বাধা হতে পারবে না। সব মিলিয়ে ভোটের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে।                       

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement