Advertisement
Advertisement
Birbhum BJP

সাঁইথিয়া জুড়ে জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল

সোমবার শুভেন্দুর সভার আগে এই পোস্টার কাণ্ড।

Posters against BJP president, Birbhum just before Suvendu Adhikari's visit at Saithia, Birbhum | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 17, 2023 1:26 pm
  • Updated:December 17, 2023 1:28 pm  

নন্দন দত্ত, সিউড়ি: অন্তর্দ্বন্দ্বের জ্বালা কিছুতেই মেটাতে পারছে না বিজেপি। আবারও বীরভূম (Birbhum) জেলায় প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। এবার সাঁইথিয়ায় জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ। তাঁকে ‘ঘুষখোর’, ‘তৃণমূলের দালাল’, ‘বিজেপিকে হারানোর মূল কারিগর’ বলে চিহ্নিত করে পদ থেকে সরানোর দাবি উঠেছে। বিষয়টি নজরে পড়ার সঙ্গে সঙ্গেই সেসব সরিয়ে ফেলা হয়েছে। কে বা কারা এসব পোস্টার দিয়েছেন, তা নিয়ে মুখে কুলুপ জেলা বিজেপি (BJP) নেতৃত্বের।

এই প্রথম নয়, গত মাসেও বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে এমনই পোস্টার পড়েছিল রামপুরহাটে (Rampurhat)। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার আগে জেলা সভাপতিকে অপসারণের দাবি তুলে দেওয়া হয় পোস্টার। এবারও শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে ফের পোস্টার পড়ল। সোমবার সাঁইথিয়ায় শুভেন্দুর সভা রয়েছে। তার আগের দিন সাঁইথিয়ার (Saithia) ইউনিয়ন বোর্ড মোড়ের কাছে সর্বত্র চোখে পড়ে পোস্টারগুলি। তাতে বিরোধী দলনেতার উদ্দেশে প্রশ্ন তোলা হয়েছে, কেন ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত হবে না, জবাব চাই।

Advertisement

[আরও পড়ুন: বর্ধমানে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে আরও একজনের প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪]

জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে খড়গহস্ত গেরুয়া শিবিরেরই একাংশ। বার বার তা প্রকাশ্যে আসে। বার বারই দাবি ওঠে, জেলা সভাপতির পদ থেকে সরাতে হবে তাঁকে। অভিযোগ, তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে পুরসভা ভোটে এলাকায় বিজেপিকে হারের নেপথ্য নায়ক এই ব্যক্তি। তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলেছে কর্মীদের একাংশ। দলীয় তহবিলের টাকা তছনছ করার মতো অভিযোগে ইডি (ED) তদন্তের দাবি করেছেন তাঁরা। শুভেন্দু অধিকারীর সফরের আগে এসব দাবিতে পোস্টার ঘিরে সরগরম সাঁইথিয়া। এ বিষয়ে ধ্রুব সাহা বা দলের কেউ কোনও মন্তব্য করতে চাননি।

[আরও পড়ুন: দরজায় আটকে মহিলার পোশাক, চলতে শুরু করল মেট্রো! মর্মান্তিক মৃত্যু যাত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement