নন্দন দত্ত, সিউড়ি: অন্তর্দ্বন্দ্বের জ্বালা কিছুতেই মেটাতে পারছে না বিজেপি। আবারও বীরভূম (Birbhum) জেলায় প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল। এবার সাঁইথিয়ায় জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ। তাঁকে ‘ঘুষখোর’, ‘তৃণমূলের দালাল’, ‘বিজেপিকে হারানোর মূল কারিগর’ বলে চিহ্নিত করে পদ থেকে সরানোর দাবি উঠেছে। বিষয়টি নজরে পড়ার সঙ্গে সঙ্গেই সেসব সরিয়ে ফেলা হয়েছে। কে বা কারা এসব পোস্টার দিয়েছেন, তা নিয়ে মুখে কুলুপ জেলা বিজেপি (BJP) নেতৃত্বের।
এই প্রথম নয়, গত মাসেও বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে এমনই পোস্টার পড়েছিল রামপুরহাটে (Rampurhat)। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার আগে জেলা সভাপতিকে অপসারণের দাবি তুলে দেওয়া হয় পোস্টার। এবারও শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে ফের পোস্টার পড়ল। সোমবার সাঁইথিয়ায় শুভেন্দুর সভা রয়েছে। তার আগের দিন সাঁইথিয়ার (Saithia) ইউনিয়ন বোর্ড মোড়ের কাছে সর্বত্র চোখে পড়ে পোস্টারগুলি। তাতে বিরোধী দলনেতার উদ্দেশে প্রশ্ন তোলা হয়েছে, কেন ধ্রুব সাহার বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত হবে না, জবাব চাই।
জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে খড়গহস্ত গেরুয়া শিবিরেরই একাংশ। বার বার তা প্রকাশ্যে আসে। বার বারই দাবি ওঠে, জেলা সভাপতির পদ থেকে সরাতে হবে তাঁকে। অভিযোগ, তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে পুরসভা ভোটে এলাকায় বিজেপিকে হারের নেপথ্য নায়ক এই ব্যক্তি। তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুলেছে কর্মীদের একাংশ। দলীয় তহবিলের টাকা তছনছ করার মতো অভিযোগে ইডি (ED) তদন্তের দাবি করেছেন তাঁরা। শুভেন্দু অধিকারীর সফরের আগে এসব দাবিতে পোস্টার ঘিরে সরগরম সাঁইথিয়া। এ বিষয়ে ধ্রুব সাহা বা দলের কেউ কোনও মন্তব্য করতে চাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.