সংগ্রাম সিংহরায় ও অরূপ বসাক: বিনয় তামাংয়ের বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক প্রচারের ঘোষণার ২৪ ঘন্টা কাটার আগেই ফের গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে পোস্টার পড়ল কালিম্পংয়ের বিভিন্ন এলাকায়। শুধু তাই নয়, পাহাড়ে বিমল গুরুংকে আহ্বান জানানো হয়েছে। আর এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো নতুন করে চাঞ্চল্য ছড়াল গোটা পার্বত্য অঞ্চল জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, সব বিজেপির উসকানি। বিজেপি কোনও দল নাকি!
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাকভোরে কে বা কারা ‘জনতা’ র নাম করে, কালিম্পং শহরের প্রধান জায়গাগুলিতে বেশ কিছু পোস্টার লাগিয়ে দিয়ে যায়। এই পোস্টারগুলিতে লেখা রয়েছে, “গোর্খারা তাদের প্রধান দাবি-গোর্খাল্যান্ডের জন্য শেষ প্রস্তুতি নিয়ে আন্দোলনে নামতে চলেছে। আর এই আন্দোলনের কারণে যদি পাহাড়ে নতুন করে শান্তিশৃঙ্খলা নষ্ট হয় তার জন্য দায়ী থাকবে কেন্দ্র সরকার। এর পাশাপাশি সেখানে ১১ জনজাতির স্বীকৃতি নয়, পাহাড়ের বাসিন্দারা আলাদা রাজ্য গোর্খাল্যান্ডই চায় বলে এই পোস্টারে উল্লেখ করা হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[বিজেপি যেন একটাও গোর্খা ভোট না পায়, সুনিশ্চিত করতে পথে নামছে মোর্চা]
এই খবর ছড়িয়ে পড়তেই ওদলাবাড়ি বাজারে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘পাহাড়ের মানুষ শান্তি চায়, পাহাড়ের মানুষ উন্নয়ন চায়। বহুদিন পাহাড়ে কোনও উন্নয়ন হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে উন্নয়ন করছেন। পাহাড়ের উন্নয়ন হচ্ছে। এই ভাবে উন্নয়ন হতে থাকলে এরপর আর কেউ গোর্খাল্যান্ডের দাবি তুলবে না। এটা বিজেপির চক্রান্ত।’ আগামিকাল ফালাকাটায় সভা করবেন অরূপ বিশ্বাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.