সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচন (WB Civic Polls 2022)। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বড়সড় প্রচার, মিছিল বন্ধ। ভারচুয়াল প্রচারে জোর দেওয়ার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাই নানা রকমের পোস্টারে ছয়লাপ বিভিন্ন পুর এলাকা। তারই মধ্যে ঘাসফুল শিবিরের একটি পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক। মেদিনীপুরের ওই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) দুর্গারূপে দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) মহিষাসুর হিসেবে তুলে ধরা হয়েছে। আর তাতেই বিতর্ক উসকে উঠেছে। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, তাঁর অজ্ঞাতেই কেউ বা কারা এই পোস্টার দিয়েছে। তিনি বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন।
মেদিনীপুরের (West Midnapore) ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা সাহা। তাঁর সমর্থনে পোস্টার পড়েছে এলাকায়। সেটাই আপাতত প্রচারের মাধ্যম। কিন্তু সেই পোস্টার ঘিরে আপাতত সরগরম মেদিনীপুরের মেদিনী। পোস্টারটিতে দেখা যাচ্ছে, দুর্গারূপী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দশ হাতে অস্ত্র হিসেবে রাজ্যের দশটি সামাজিক প্রকল্পের পোস্টার। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী-সহ সবরকম প্রকল্প মুখ্যমন্ত্রীর দশ আয়ুধ। এভাবেই তৃণমূলের প্রচারে দলনেত্রীকে তুলে ধরা হয়েছে।
এখানেই শেষ নয়। পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মহিষাসুর হিসেবে দেখানো হয়েছে। এছাড়া পোস্টারে বিরোধীরা সবাই ছাগলরূপী। মহিষাসুররূপী মোদিকে বধ করছেন দুর্গারূপী মমতা। এসবের মাঝেই ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা সাহাকে বিজয়ী করার আবেদন। এই পোস্টার ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, এই পোস্টারটি সনাতন হিন্দু ধর্মের অপমান। তাই তা সরানোর দাবি উঠেছে।
পুরভোটের আগে বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মহলে ছড়িয়েছে উত্তাপ। পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতা বিপুল আচার্যের বক্তব্য, ”এটা আমাদের ধর্মের অপমান, প্রধানমন্ত্রীরও অপমান। এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি।” আর যাঁর নামে এমন পোস্টার, সেই প্রার্থী অনিমা সাহার দাবি, ”আমার অজ্ঞাতসারে এই পোস্টার তৈরি হয়েছে। যদি আমি জানতাম, এ ধরনের পোস্টার কখনওই এলাকায় লাগাতে দিতাম না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.