Advertisement
Advertisement
Shahjahan Sheikh

শেখ শাহজাহান স্বাধীনতা সংগ্রামী! আলিপুরদুয়ারে পোস্টার ঘিরে তুমুল শোরগোল

আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে সুশীল নাগরিকবৃন্দের নামে পোস্টার ঘিরে তুঙ্গে জেলার রাজনৈতিক তরজা।

Poster controvesry in Alipurduar that describes Shahjahan Sheikh as 'freedom fighter' | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 21, 2024 4:28 pm
  • Updated:February 21, 2024 5:24 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: সন্দেশখালি (Sandeshkhali)থেকে উত্তরের আলিপুরদুয়ার। শেখ শাহজাহান অনুগামীদের সক্রিয়তা ছড়িয়ে পড়ল সেখানেও। বুধবার আলিপুরদুয়ার (Alipurduar) শহরের কলেজ হল্টে জেলা কংগ্রেস কার্যালয়ের বাইরে শেখ শাহাজাহানের নামে পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা গেল। সেই পোস্টারে ‘স্বাধীনতা সংগ্রামী শেখ শাহাজাহান তোমাকে জানাই স্যালুট’। নিচে লেখা সুশীল নাগরিক সমাজ। কারা এই সুশীল নাগরিক সমাজ? তা নিয়েই তুমুল শোরগোল উত্তরের এই শহরে। স্বভাবতই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দাপুটে নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়েই গত মাসে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিল ইডি (ED) । অভিযোগ, তাঁর অনুগামীরা ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়ে এলাকাছাড়া করেন। তার পর থেকেই উত্তাপ বেড়েছে সন্দেশখালির। এই মুহূর্তে পলাতক শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে হাজারও অভিযোগ থাকলেও লিখিত কোনও মামলা না থাকায় গ্রেপ্তার হয়নি এখনও। আর সেই শাহজাহানকেই ‘স্বাধীনতা সংগ্রামী’র তকমা দিয়ে পোস্টার পড়ল আলিপুরদুয়ারে। রহস্য আরও ঘনিয়েছে সেই ফেস্টুনে সুশীল নাগরিকবৃন্দের নাম থাকায়।

Advertisement

[আরও পড়ুন: শচীন-আলিয়ার পর এবার ডিপফেকের শিকার বিরাট! উত্তাল সোশাল মিডিয়া]

এই ঘটনার স্বভাবতই রাজনৈতিক তরজা শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। জেলা বিজেপির (BJP) সাধারণ সম্পাদক মিঠু দাসের অভিযোগ “শেখ শাহজাহান ‘স্বাধীনতা সংগ্রামী’! এটা তৃণমূল কংগ্রেসের কাছে হতে পারে। সাধারণ মানুষের কাছে নয়। কারণ, শেখ শাহজাহান যে অপরাধমূলক কাজের সঙ্গে লিপ্ত, সেটা সকলের কাছেই পরিষ্কার। যারা ফেস্টুন লাগিয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।” অন্যদিকে জেলা কংগ্রেসের দাবি, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। একজন ‘ধর্ষক’কে সরকার বাঁচানোর চেষ্টা করছে। এটা প্রতিবাদ স্বরূপ এটা করেছে। যদিও রাজ্য তৃণমূল কংগ্রেসের (TMC) সম্পাদক মৃদুল গোস্বামী বলেন, ”আমি কোনও ফ্লেক্স দেখিনি। কংগ্রেসকে দূরবীণ দিয়ে খোঁজা যায় না। ওঁরা আবার এই বিষয়ে বলছে! কে কোথায় উটকো ফেস্টুন লাগাবে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া দেওয়ার সময় নেই। আমারা মানুষের পাশে এবং সাথে আছি।” এদিকে যে সুশীল নাগরিকবৃন্দের নাম লেখা রয়েছে পোস্টারে, তার অন্যতম সদস্য ল্যারি বোস কটাক্ষ, ”আমরা এসব পোস্টার দিইনি। তবে যখন তাঁকে স্বাধীনতা সংগ্রামী লিখে পোস্টার দেওয়া হয়েছে, তখন ধরে নিচ্ছি, এটা একটা গোপন ইতিহাস। যা এতদিনে জানা হল। পরবর্তী প্রজন্মকে বলা যাবে।”

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনুষ্কা, কী নাম? জানালেন বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement