বাবুল হক, মালদহ: সিপিএম প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। লোকসভা ভোটের মুখে যোগ দিয়েছেন বিজেপিতে। কিন্ত দলত্যাগী বিধায়ককে নিয়ে ক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরের অন্দরে। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে খগেন মুর্মুকে প্রার্থী না করার দাবিতে পোস্টার দিলেন বিজেপি কর্মীরাই। পোস্টার পড়েছে গাজোলে। যদিও এই ঘটনার দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব।
[ বিজেপি জেলা সভাপতির নামে দেওয়াল লিখন, বিতর্ক তুঙ্গে বালুরঘাটে]
মালদহ জেলার পরিচিত সিপিএম নেতা খগেন মুর্মু। তিনি হবিবপুরের বিধায়কও বটে। লোকসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের মতোই বিজেপিতে যোগ দিয়েছেন এই বাম বিধায়কও। দিল্লিতে গিয়ে যেদিন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরা ও কংগ্রেস বিধায়ক দুলালচন্দ্র বর, সেদিন দলবদল করেন সিপিএম বিধায়ক খগেন মুর্মু। এখনও মালদহে ফেরেননি তিনি। শোনা যাচ্ছে, মালদহ উত্তর কেন্দ্রে খগেন মুর্মুকেই প্রার্থী করতে পারে বিজেপি। আর তাতেই এলাকায় দলের নিচুতলার কর্মীদের ক্ষোভ চরমে পৌঁছেছে। দলত্যাগী বিধায়ককে প্রার্থী হিসেবে মেনে নিতে একেবারেই রাজি নন তাঁরা। ক্ষোভ এতটাই যে, খগেন মুর্মুকে প্রার্থী না করার দাবিতে পোস্টার দিলেন বিজেপি কর্মীরাই।
রবিবার সকালে গাজোলে খগেন মুর্মুর ছবি সম্বলিত পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টারে লেখা, ‘সিপিআইএম ত্যাগ করা খগেন মুর্মুকে বিজেপি প্রার্থী হিসেবে মানছি না, মানব না।’ কারা লাগাল এমন পোস্টার? পোস্টারের নিচে লেখা, ‘উত্তর মালদহ লোকসভা বিজেপি কর্মী’। সুতরাং গেরুয়া শিবিরে কর্মীরাই যে খগেন মুর্মুর বিরুদ্ধে গাজোলে পোস্টার লাগিয়েছেন, সেকথা বলাই যায়। কিন্তু পোস্টার লাগানোর কথা মানতে নারাজ পদ্মশিবিরের স্থানীয় নেতারা। তবে খগেন মুর্মুকে নিয়ে কর্মীদের ক্ষোভের কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন বিজেপির মালদহ জেলা সভাপতি সঞ্জিত মিশ্র। জেলা সভাপতির বক্তব্য, কর্মীদের ক্ষোভের বিষয়টি তিনি দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। এদিকে নতুন দলে তাঁকে নিয়ে ক্ষোভের কথা মানতে নারাজ খগেন মুর্মু। তাঁর দাবি, সিপিএম ও তৃণমূল কর্মীরাই এই কাজ করেছেন।
[ শ্রাদ্ধানুষ্ঠানের পর পৃথক মহাভোজ, ফের প্রকাশ্যে বড়মার পরিবারের তরজা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.