Advertisement
Advertisement
গুলি

সাতসকালে উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি, আলিপুরদুয়ারে আতঙ্কে বাসিন্দারা

তৃণমূল ছাড়া করতে এভাবে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ উপপ্রধানের৷

Post poll violence continues in Bengal, TMC leader attacked
Published by: Sucheta Sengupta
  • Posted:July 19, 2019 4:36 pm
  • Updated:July 19, 2019 4:36 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: সাতসকালে দুষ্কৃতী হামলায় উত্তপ্ত আলিপুরদুয়ারের দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা৷ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে চলল গুলি৷ আক্রান্ত শম্ভু জয়সওয়াল৷ প্রাথমিকভাবে তাঁর অনুমান, তাঁকে ভয় দেখানোর জন্য কেউ বা কারা এভাবে হামলা চালিয়েছে৷ তিনি জয়গাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন৷

[আরও পড়ুন: ‘নির্লজ্জের মতো কেন চেয়ার আঁকড়ে আছেন?’, শংকর আঢ্যকে তীব্র ভর্ৎসনা বিচারপতির]

ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরে৷ কালচিনির দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকাতেই বাড়ি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু জয়সওয়ালের।  ভোরে তিনি গিয়েছিলেন মন্দিরে পুজো দিতে৷ বাড়ি ফিরেই দেখেন, সামনের দেওয়াল গুলির আঘাতে ফুটো হয়ে গিয়েছে৷ দেওয়ালের চারপাশেও গুলির ছাপ৷ শম্ভু জয়সওয়ালের কথায়, ‘আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম৷ ফিরে দেখি এই অবস্থা৷ কে বা কারা আমার বাড়িতে বুলেট চালাল, বুঝতে পারছি না৷ কোনও দুষ্কৃতীদলের কাজই হবে৷ আমার পরিবারের লোকজন এতে আতঙ্কিত৷’

Advertisement

উপপ্রধানের বাড়ি লক্ষ্য গুলিচালনার ঘটনায় সাতসকালে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ দলসিংপাড়ায় রীতিমত আতঙ্কের পরিবেশ৷ তবে উপপ্রধানের অনুমান, তাঁকে ভয় দেখিয়ে দল ছাড়ার জন্য এমন হামলা চলেছে৷ তবে তাঁকে এভাবে ভয় দেখিয়ে তৃণমূলছাড়া করা যাবে না, সেই হুঁশিয়ারিও দিয়েছেন৷ শম্ভু জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলে থেকে তিনি মানুষের জন্য কাজ করেছেন আর সেটাই করবেন৷

[আরও পড়ুন: লাভপুরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, অভিযোগের তির বিজেপির দিকে]

ঘটনার পর জয়গাঁ থানায় গিয়ে তিনি অভিযোগ জানিয়েছেন৷ আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ যারা গুলি ছুঁড়ে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে, তাদের ধরার চেষ্টা চলছে৷ তবে এর মধ্যে রাজনীতির কোনও যোগ আছে কি না, তা নিয়েই সংশয় তৈরি হচ্ছে৷ কালচিনির দীর্ঘদিনের বিধায়ক উইলসন চম্প্রমারি সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাই তৃণমূল নেতার বাড়িতে হামলার নেপথ্যে তাঁর ইন্ধন থাকতে পারে, এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement