শংকর কুমার রায় ও শান্তনু কর: পঞ্চায়েত ভোটের সময় রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন এক প্রিসাইডিং অফিসার। লোকসভা ভোটে উত্তর দিনাজপুরে প্রতিটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন ভোটকর্মীরা। মঙ্গলবার বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন তাঁরা। এদিকে আবার জলপাইগুড়িতে নগদ ১৬ লক্ষ টাকা-সহ এক ব্যবসায়ীকে আটক করল পুলিশ।
[ আরও পড়ুন: প্রচারে অনীহা, কোচবিহারে প্রার্থী নিয়ে ক্ষোভ বাড়ছে তৃণমূলের অন্দরে]
এ রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোট হয়েছিল গত বছরের মে মাসে। উত্তর দিনাজপুরের ইটাহারের বানবোল প্রাথমিক স্কুলের বুথে প্রিসাইডিং অফিসার ছিলেন রাজকুমার রায়। ভোটের দিন সন্ধ্যায় নিখোঁজ হয়ে যান তিনি। পরের দিন রায়গঞ্জ স্টেশনের কাছে রেললাইন থেকে রাজকুমারের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। শোরগোল পড়ে যায় রাজ্যে। বিরোধীদের অভিযোগ, শাসকদলের হুমকি উপেক্ষা করে নিজের কর্তব্যে অবিচল ছিলেন ওই প্রিসাইডিং অফিসার। তাঁকে অপহরণ করে খুন করেছে দুষ্কৃতীরা। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন রাজকুমার রায়ের মা। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি।
বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যে আবার লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে, আতঙ্কিত উত্তর দিনাজপুর জেলার ভোটকর্মীরা। জেলার বিভিন্ন প্রান্তে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছে। মঙ্গলবার প্রতিটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রশিক্ষণ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। এদিন সকালে প্রথমে ইসলামপুর হাই স্কুলে বিক্ষোভ হয়। খবর পেয়ে ওই প্রশিক্ষণ শিবিরে যান ইসলামপুরের মহকুমা শাসক। রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র-সহ আরও বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রেও একই দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা। শেষপর্যন্ত প্রশাসনের আশ্বাসের ভোটকর্মীদের একাংশ প্রশিক্ষণে যোগ দেন। তবে বেশিরভাগ জায়গায়ই বিক্ষোভ জারি ছিল। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, লোকসভা ভোটে কমিশনের নির্দেশে মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এদিকে জলপাইগুড়িতে ১৬ লক্ষ টাকা-সহ এক ব্যবসায়ীকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন তিনি। জলপাইগুড়ির ধূপগুড়িতে নাকা চেকিংয়ে সময়ে তাঁকে আটক করে পুলিশ।
[ আরও পড়ুন: ১০৮ বছরেও গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার উন্মাদনা, নজরে প্রবীণতম ভোটার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.