বিক্রম রায়, কোচবিহার: লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ততই সোচ্চার হচ্ছেন ভোটকর্মীরা। উত্তর দিনাজপুরের পর এবার বিক্ষোভ কোচবিহারেও। শুক্রবার প্রশিক্ষণ চলাকালীন রাম ভোলা হাইস্কুলে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। শহরের গুঞ্জাবাড়িতে মোড়ে চলল পথ অবরোধ।
[ আরও পড়ুন: ভোট না দিলে হবে? গণতন্ত্রের উৎসবে শামিল হতে চায় শহিদ সুদীপ বিশ্বাসের পরিবার]
পঞ্চায়েত ভোটের সময়ে কোচবিহারের বেশ কয়েকটি বুথে আক্রান্ত হয়েছিলেন খোদ পুলিশকর্মীরাই। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে, পুনর্নিবাচনের সময়ে অশান্তি হলে গুলি চালানোর অনুমতি চেয়ে থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। লোকসভা ভোটে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এবার সেই পথেই হাঁটলেন কোচবিহারের ভোট কর্মীরাও। ভোটকর্মীদের দাবি, পঞ্চায়েত ভোটের সময়ে জেলার কোনও বুথেই পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হাতে রীতিমতো হেনস্তা হতে হয় তাঁদের। কোনও কোনও বুথে আবার ভোটকর্মীদের সামনে আগ্নেয়াস্ত্র ও বোমা পর্যন্ত রাখা হয়েছিল বলে অভিযোগ। তাই লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ছাড়া বুথে যেতে রাজি নন কোচবিহারের ভোটকর্মীরা। শুক্রবার সকালে কোচবিহারের শহরের রাম ভোলা হাইস্কুলে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান তাঁরা। স্কুল লাগোয়া গুঞ্জাবাড়ি মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধও হয়।
লোকসভা ভোটে কোচবিহারে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছে বিজেপিও। বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। দিন কয়েক আগে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে উত্তর দিনাজপুরে বিক্ষোভে শামিল হন ভোটকর্মীরা। জেলার সর্বত্র প্রশিক্ষণ বন্ধ রেখে বিক্ষোভ দেখান তাঁরা।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.