Advertisement
Advertisement
তপন দাশগুপ্ত

হুগলিতে তৃণমূলের জেলা সভাপতি বদল, পদ খোয়ালেন মন্ত্রী তপন দাশগুপ্ত

দিন কয়েক আগে কাটমানি ফেরতের দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

Poll debacle heat, Tapan Dasgupta loses party post
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 4, 2019 11:04 am
  • Updated:July 4, 2019 11:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচবিহার, উত্তর ২৪ পরগনার পর এবার হুগলি। রাজ্যের আরও একটি জেলায় দলের সংগঠনে রদবদল ঘটালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের হুগলি জেলা সভাপতির পদ থেকে সরানো হল রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্তকে। হুগলিতে তৃণমূলের নয়া জেলা সভাপতি হলেন দিলীপ যাদব। কার্যকরী সভাপতির দায়িত্ব পেলেন জেলার চার বিধায়ক। আর পূর্ব ঘোষণা মতোই জেলায় শাসকদলের চেয়ারপার্সন পদে থাকবেন হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী রত্না দে নাগ।

[আরও পড়ুন: কোর কমিটি গড়ে আঞ্চলিক স্তরে উন্নয়নের প্রচার, পুরুলিয়ায় সংগঠনকে নির্দেশ মমতার]

হুগলি জেলায় লোকসভা আসন তিনটি। আরামবাগ ও শ্রীরামপুরে জিতলেও, হুগলি লোকসভা কেন্দ্রটি হাতছাড়া হয়েছে তৃণমূলের। বিদায়ী সাংসদ  রত্না দে নাগ-কে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিকে আবার দিন কয়েক আগে কাটমানি ফেরত চেয়ে চুঁচুড়ায় খোদ রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্প, এমনকী টোটো চালক, অটো চালক ও ঠিকাদারদের কাছ থেকেও কাটমানি নিয়েছেন মন্ত্রী তপন দাশগুপ্ত ও তাঁর ভাই গোবিন্দ। দলের জেলা সভাপতিকে তুষ্ট রাখতে সব কাজেই কাটমানি নেন তৃণমূল কর্মীরাও। তৃণমূল কংগ্রেসের অন্দরের খবর, মন্ত্রী ও জেলা সভাপতি তপন দাশগুপ্তর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে বেজায় অসন্তুষ্ট হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর থেকেই  হুগলি জেলা সভাপতি পদে রদবদল নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। নিজের জেলায় দলের সভাপতির পদ হারালেন মন্ত্রী তপন দাশগুপ্ত। তাঁর জায়গায় হুগলিতে তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন দিলীপ যাদব। আর কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, ধনেখালির বিধায়ক ও মন্ত্রী অসীমা পাত্র, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ও গোঘাটের বিধায়ক মানস মজুমদার।

Advertisement

শুধু হুগলিই নয়, লোকসভা ভোটে খারাপ ফলের পর একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠনে রদবদল ঘটেছে। কোচবিহারে দলের জেলা সভাপতি পদ থেকে অপসারিত হয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পদ হারাননি, তবে দায়িত্ব কমেছে তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকেরও। আলাদাভাবে জেলার প্রতিটি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজন বিধায়ককে।

[আরও পড়ুন: ফেসবুকে উদয়ন গুহকে খুনের হুমকি, কাঠগড়ায় বিজেপি নেতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement