Advertisement
Advertisement

বাংলার রায় ২০১৬ LIVE: জেলায় জেলায় ধ্বজা উড়ল তৃণমূলের

 আরও পড়ুন:বাবা-মাকে বেদম মার! বাধা দিতেই কাউন্সিলরের মাথা ফাটাল ছেলেবিজেপির সদস্য সংগ্রহ অভিযান ‘ফ্লপ’, কী বলছেন মিঠুন? Advertisement 01:47৷ হাবরায় জয়ী তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। Advertisement 01:25৷ সিঙ্গুরে পরাজিত বামপ্রার্থী রবীন দেব, জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য।আরও পড়ুন:শয়নে-স্বপনে দেবের পুজো, বার্নপুরের সেই ‘খাদান’ কন্যেকেই অভিনয়ের সুযোগ দিলেন ‘গুরু’ভাতারে মা-ছেলে মিলে বৃদ্ধ দম্পতিকে খুনের পর টাকা ও […]

Poll counting 2016 live: State
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 19, 2016 8:41 am
  • Updated:May 19, 2016 4:48 pm  

 

01:47৷ হাবরায় জয়ী তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

01:25৷ সিঙ্গুরে পরাজিত বামপ্রার্থী রবীন দেব, জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

01:07৷ চুঁচুড়ায় জয়ী তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।

12:55৷  ইংরেজবাজারে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

12:55৷কাটোয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

12:51৷ খড়্গপুরে জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

12:48৷ ময়ূরেশ্বরে হারলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, জিতলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ রায়।

12:39৷শান্তিপুরে কংগ্রেস প্রার্থী অরিন্দম ভট্টাচার্য ১৯,৫৩৮ জয়ী। পরাজিত তৃণমূল প্রার্থী অজয় দে।

12:33৷ ভোটের আগে ওঠা দুর্নীতির অভিযোগ মানুষই খারিজ করেছে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। শান্তিপূর্ণভাবে এলাকায় কর্মীদের বিজয়োসব পালনের নির্দেশ দিলেন নেত্রী।

12:27৷ জোট করেও পর্যদুস্ত বামেরা। দলের মধ্যেই ক্ষোভের মুখে সূর্যকান্ত মিশ্র।

12:20৷কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস জয়ী।

12:20৷বহরমপুরে জয়ী কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী।

12:10৷ ২৭ মে শপথগ্রহণ, আগামিকাল নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করবে তৃণমূল কংগ্রেস- জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

12:01৷মাটিগাড়ায় নকশালবাড়িতে জয়ী কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার।

12:01৷ মানুষকে নির্ভীক ভোটদানের জন্য ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে সাংবাদিক সম্মেলন করে এ কথা বললেন তিনি।

11:59৷শিলিগুড়িতে জয়ী বামপ্রার্থী অশোক ভট্টাচার্য।

11:55৷নদিয়ার করিমপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র।

13262439_1051161971625430_843412650_o

11:50৷রায়গঞ্জে জয়ী কংগ্রেসের মোহিত সেনগুপ্ত। এই প্রথম কোনও জোট প্রার্থী জয় পেলেন।

11:45৷ বিনপুরে জয়ী খগেন্দ্রনাথ হেমব্রম।
11:43৷তেহট্টে জয়ী গৌরীশংকর দত্ত।

11:40৷ গড়বেতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস চক্রবর্তী জয়ী৷

11:40৷পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে জয়ী তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু।

11:3৭৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের আগাম শুভেচ্ছা জানিয়ে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চনও।

‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷

11:33৷ বীরভূমে ১১টি আসনে ৯টি এগিয়ে তৃণমূল কংগ্রেস, জোট এগিয়ে ২টি আসনে।

11:30৷ ঝাড়গ্রামে জয়ী তৃণমূল প্রার্থী সুকুমার হাঁসদা।

11:27৷ রাজ্যে এখনও পর্যন্ত জয়ী তৃণমূল প্রার্থীরা- শশী পাঁজা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, নয়না বন্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, চূড়ামণি মাহাতো, রাজীব বন্দ্যোপাধ্যায়।

11:20৷ ময়ূরেশ্বরে পিছিয়ে ১৩ হাজার ভোটে পিছিয়ে লকেট চট্টোপাধ্যায়।

11:15৷ গোপীবল্লভপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চূড়ামণি মাহাতো জয়ী।

11:07৷ নন্দীগ্রামে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারী।

11:03৷বামেদের টপকে রাজ্যে দ্বিতীয় বৃহত্তম দল হওয়ার পথে কংগ্রেস।

11:01৷ বড়জোড়ায় পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।

10:59৷ শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য এগিয়ে ৭৩৫৩টি ভোটে।

10:49৷মুর্শিদাবাদে ২২টি আসনে তৃণমূল এগিয়ে ৩টিতে, জোটের দখলে ১৯টি আসন।

10:37৷ ভাঙরে রেজ্জাক মোল্লা পিছিয়ে আছেন ৫০৬ ভোটে।

10:33৷ সূর্যকান্ত মিশ্র পিছিয়ে আছেন ৩৮৫৯ ভোটে।

10:30৷নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এগিয়ে  ২১,৪২৮  ভোটে।

10:27৷তালড্যাংরায় এগিয়ে তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী।

10:27৷আরামবাগ আসনে জয়ী তৃণমূলের কৃষ্ণচন্দ্র সাঁতরা।

10:22৷পূর্ব মেদিনীপুরে ১৩ টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

10:19৷ মুর্শিদাবাদে ৫ টি আসনে এগিয়ে তৃণমূল প্রার্থীরা।

10:15৷নাটাবাড়িতে ৪২৫৪ ভোটে এগিয়ে রবীন্দ্রনাথ ঘোষ।

‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷

10:11৷চাঁপদানিতে পিছিয়ে জোট প্রার্থী আব্দুল মান্নান

09:47৷তালড্যাংরায় এগিয়ে সিপিএম প্রার্থী৷

09:47৷ ডোমকলে এগিয়ে সিপিএম প্রার্থী আনিসুর রহমান৷

09:43৷ এখনও পর্যন্ত ১৭৯ টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, জোট এগিয়ে ৬৯ টি আসনে, বিজেপি ৫ টিতে৷

09:40৷ এগিয়ে গেলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা৷

09:37৷ মঙ্গলকোটে এগিয়ে আছেন সিদ্দিকুল্লা চৌধুরী৷

09:29৷বড়জোড়ায় এগিয়ে সোহম চক্রবর্তী৷

09:26৷ চন্দননগরে পিছিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন৷

‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷

09:26৷চাপড়ায় কেন্দ্রে এগিয়ে রুকবানুর রহমান৷

09:21৷ শিলিগুড়িতে এগিয়ে জোট প্রার্থী অশোক ভট্টাচার্য৷

09:21৷ তারকেশ্বরে এগিয়ে তৃণমূলের রচপাল সিং৷

09:19৷ চন্দ্রকোণা আসনে এগিয়ে তৃণমূল প্রার্থী৷

09:14৷ নারায়ণগড়ে পিছিয়ে গেলেন সূর্যকান্ত মিশ্র

09:12৷তমলুকে এগিয়ে গেলেন নির্বেদ রায়৷

09:07৷খড়্গপুর সদরে এগিয়ে বিজেপি৷

09:04৷ইংরেজবাজারে পিছিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী৷

09:02৷আরামবাগে তৃণমূল প্রার্থী কৃষ্ণচন্দ্র সাঁতরা ৫৫০০ভোটে এগিয়ে৷

08:57৷কালিগঞ্জ ও হেমতাবাদে এগিয়ে জোট প্রার্থী৷

08:50৷আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী৷

08:49৷ নারায়ণগড়ে এগিয়ে সূর্যকান্ত মিশ্র

08:47৷ সবং কেন্দ্রে এগিয়ে মানস ভুঁইয়া

08:44৷ বারাসতে এগিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী

08:42৷রায়দিঘিতে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়

08:42৷চাঁপদানিতে এগিয়ে জোট প্রার্থী৷

08:40৷মহিষাদলে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদর্শন ঘোষ দস্তিদার৷

08:38৷বীজপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়৷

08:37৷তমলুকে এগিয়ে নির্বেদ রায়৷

08:36৷ নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী৷

08:35৷ রায়না ও ভাতারে এগিয়ে তৃণমূল প্রার্থী৷

‘শ্রাচী বাংলার রায় ২০১৬’৷ গণনার প্রতি মুহূর্তে কোথায় কে এগিয়ে, কে পিছিয়ে তার টাটকা আপডেট জানতে ক্লিক করুন http://www.sangbadpratidin.in -এ৷

08:33৷ কাটোয়ায় পিছিয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এগিয়ে জোটপ্রার্থী৷

08:32৷ ফুলবাড়ি কেন্দ্রে পিছিয়ে গৌতম দেব৷

08:27৷ পিছিয়ে পড়লেন লকেট চট্টোপাধ্যায়৷

08:19৷ বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা৷

08:16৷ লাভপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী মণিরুল ইসলাম৷

08:13৷ ময়ূরেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়৷

08:09৷ ঘূর্ণিঝড় রউনির প্রভাব৷ মালদহ ও উত্তর দিনাজপুরে মুষলধারে বৃষ্টি৷ ব্যাহত গণনা৷

08:05৷ প্রতিটি কাউন্টিং টেবিলে থাকছে একজন করে মাইক্রো অবজার্ভার ৷

08:01৷ গণনা শুরু গোটা রাজ্যে, গণনার শুরুর আগেই বর্ধমানের ভাতারে তৃণমূল ও সিপিএম সংঘর্ষ৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement