Advertisement
Advertisement
পাড়ুই

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পাড়ুই, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বরখাস্ত এসআই

আতঙ্কে বাড়ি ছেড়ে বেরোতে পারছেন না অনেকেই৷

Political violence at peak in Parui, SI shunted for inaction
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 28, 2019 10:57 am
  • Updated:July 28, 2019 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নির্বাচনের পরেও ক্রমাগত রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। শনিবারও তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে পাড়ুই। পুলিশের চোখের সামনেই চলে হাতাহাতি, বিক্ষোভ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন স্থানীয়রা। সেই অভিযোগের ভিত্তিতেই বরখাস্ত করা হল পাড়ুইয়ের সাব ইন্সপেক্টরকে। 

[আরও পড়ুন: চুল কেটে একাদশ শ্রেণির ছাত্রকে স্কুল চত্বরে ঘোরানোর অভিযোগ, চাঞ্চল্য রায়গঞ্জে]

লোকসভা ভোটের পর দীর্ঘদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি অব্যাহত। কোথাও শাসকদলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। কোথাও বিজেপি  কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছে শাসকদলের কর্মী-সমর্থকরা। শনিবার সকাল থেকেই শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের পাড়ুই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের সামনেও চলে হাতাহাতি। এরপর লাঠি, বাঁশ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা। বাধ্য হয়ে দু’পক্ষের মোট ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সাময়িকভাবে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Advertisement

এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা অভিযোগ করেন, অশান্তির সময় পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনও সদর্থক ভূমিকায় দেখা যায়নি তাঁদের। অভিযোগ, পুলিশের সামনেই এলাকায় তাণ্ডব চালায় অভিযুক্তরা। গোটা ঘটনায় কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় পুলিশ আধিকারিকদের। সেই অভিযোগের ভিত্তিতেই পাড়ুই থানার এসআইকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল প্রশাসন। তবে তাঁর জায়গায় কে দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।  শনিবারের ঘটনার জেরে এখনও থমথমে এলাকা। ঘর থেকে বেরনোর সাহস পাচ্ছেন না অনেকেই।     

[আরও পড়ুন: নেই বৃষ্টি ও সেচের ব্যবস্থা, জোড়া ফলায় বিদ্ধ বিদবিহারের কৃষককুল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement