সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই উপ-নির্বাচন৷ আর তার আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া৷ বিভিন্ন এলাকায় গুলি চালছে, বোমা পড়ছে বলে সূত্রের খবর৷ দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ও পালটা অভিযোগ সরব তৃণমূল-বিজেপি দু’পক্ষই৷ গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷
[ আরও পড়ুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র ]
উপ-নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার থেকেই চাপা উত্তেজনা ছিল ভাটপাড়ায়৷ একাধিক এলাকায় তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে, শনিবার রাতে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে৷ গুলি চলে৷ ছোঁড়া হয় বোমা৷ দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
[ আরও পড়ুন: নির্বাচনের আগেই ডায়মন্ড হারবারে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, এলাকায় চাপা উত্তেজনা ]
রবিবারের উপ-নির্বাচনে ভাটপাড়ায় সরাসরি লড়াইয়ে রয়েছেন তৃণমূলের মদল মিত্র এবং অর্জুনপুত্র তথা বিজেপির প্রার্থী পবন সিং৷ যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত রয়েছে ভাটপাড়ার এলাকা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.