শংকরকুমার রায়, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের চোপড়ায় এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশকর্মীরাই৷ হাসপাতালে ভরতি চোপড়া থানার এসআই প্রবীণ গুরুং, এএসআই পিন্টু বর্মন-সহ তিনজন। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ।
চোপড়ার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা ডাঙাপাড়া। এলাকার কুখ্যাত দুষ্কৃতী সওদাগর। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে ডাঙাপাড়ায় গিয়েছিলেন চোপড়া থানার পুলিশ আধিকারিকরা। তখন নিজের বাড়িতেই ছিল সওদাগর ও তার শাগরেদরা। পরিস্থিতি বেগতিক বুঝে আচমকাই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই কুখ্যাত দুষ্কৃতী। এমন ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না চোপড়া থানার আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, শুধু গুলি চালানোই নয়, তাঁদের মাথায় ধারালো অস্ত্র গিয়ে কোপ মারে সওদাগর ও তার সঙ্গীরা। গুলিবিদ্ধ হন এসআই প্রবীণ গুরুং, এএসআই পিন্টু বর্মন-সহ তিনজন পুলিশকর্মী। এসআই প্রবীণ গুরুংয়ের মাথায় গুলি লেগেছে। সওদাগরকেও আর গ্রেপ্তার করা যায়নি। পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যায় সে।
এদিকে খবর পেয়ে চোপড়া থানা থেকে ডাঙাপাড়ায় যায় বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে ভরতি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, পুলিশের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.