Advertisement
Advertisement

Breaking News

Policeman attempt to suicide in Raiganj police station

সার্ভিস রিভলবার থেকে গুলি, থানায় বসেই আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

কর্মক্ষেত্র নাকি পারিবারিক সমস্যায় আত্মহত্যার চেষ্টা, উঠছে প্রশ্ন।

Policeman attempt to suicide in Raiganj police station । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 22, 2023 9:30 am
  • Updated:May 22, 2023 9:42 am  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর। সোমবার সাতসকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার ঘটনায় জোর চাঞ্চল্য। ওই পুলিশকর্মী বর্তমানে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ আচমকাই গুলি চলার শব্দ পাওয়া যায়। তারপর দেখা যায় রক্তাক্ত অবস্থায় থানার ভিতরে পড়ে রয়েছেন হোমগার্ড তাপি থোকদার। বছর বত্রিশের ওই পুলিশকর্মী নিজের সার্ভিস রিভলবার থেকে গলা লক্ষ্য করে গুলি চালান। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ওই পুলিশকর্মী।

Advertisement

[আরও পড়ুন: এগরার পর বজবজ, বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৩]

কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন পুলিশকর্মী, তা জানা যায়নি। পারিবারিক কোনও অশান্তি ছিল নাকি কর্মক্ষেত্রে কোনও সমস্যায় পড়েছিলেন তাপি থোকদার, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশকর্মীর পরিবারের লোকজন এবং সহকর্মীদের সঙ্গে কথাবার্তার পর পুরো বিষয়টি পরিষ্কার হবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: যদি কপালে লেখো নাম…, ভালবেসে কপালে স্বামীর নামের ট্যাটু করালেন মহিলা, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement