Advertisement
Advertisement
Police trace fake medicine factory in Ketugram

কেতুগ্রামে মিলল যৌনক্ষমতাবর্ধক নকল ওষুধ তৈরির কারখানার হদিশ, গ্রেপ্তার ১

এই চক্রে আরও অনেকেই জড়িত রয়েছে বলেই অনুমান পুলিশের।

Police trace fake medicine factory in Ketugram । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 2, 2023 7:26 pm
  • Updated:March 2, 2023 7:29 pm  

ধীমান রায়, কাটোয়া: বাড়ির মধ্যেই রীতিমতো ওষুধ তৈরির ‘কারখানা’। আর সেখানে তৈরি করা হত যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ, তেল ইত্যাদি। নামী ব্র্যান্ডের লেভেলের সঙ্গে মিল রেখে সেসব যৌনক্ষমতাবর্ধক ওষুধের নামকরণ করা হয়েছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কুচুটিয়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বেআইনি ওষুধ কারখানার হদিশ পেয়েছে পুলিশ।

এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে। পুলিশ জানায় ধৃতের নাম সলমন শেখ (২৫)। কুচুটিয়া গ্রামেই তার বাড়ি। বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
Salman Sheikh
ধৃত সলমন শেখ। ছবি: জয়ন্ত দাস।

[আরও পড়ুন: ‘ওঁদের সঙ্গে যাব না,মানুষের জোট হবে’, লোকসভায় বাম-কংগ্রেসের হাত ধরতে নারাজ মমতা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রাম থানায় গোপন সূত্রে খবর আসে কুচুটিয়া গ্রামের বাসিন্দা সলমন শেখ নামে ওই যুবকের বাড়িতে বিভিন্ন যৌনক্ষমতাবর্ধক ও যৌন উত্তেজক ওষুধ তৈরি করে বিক্রি করা হয়। ওই খবর পেয়ে বুধবার রাতে পুলিশের একটি দল কুচুটিয়া গ্রামে অভিযান চালায়। সলমন শেখ নামে ওই যুবকের বাড়ির বারান্দায় দেখা যায় বিভিন্ন ধরনের প্রচুর ওষুধ এবং ওষুধ তৈরির রাসায়নিক।

পুলিশ সলমনের কাছে ওইসব ওষুধ তৈরির লাইসেন্স দেখতে চায়। কিন্তু দেখাতে পারেনি। পুলিশ তাকে আটক করে। আটক করা হয় বিভিন্ন নামের প্রচুর যৌনক্ষমতাবর্ধক ওষুধ। পুলিশ জানতে পারে, সলমন শেখ ছাড়াও এই চক্রে রয়েছে আরও কয়েকজন। যারা বিভিন্ন জেলাতেও এইসমস্ত নকল ওষুধ বিক্রি করে আসছিল। সলমন-সহ মোট ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশ বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

[আরও পড়ুন: ১৫% সুদে লক্ষ লক্ষ টাকা ফেরতের টোপ! গোপাল-হৈমন্তীর চিটফান্ড সংস্থার তথ্য যাচাই CBIয়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement